নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফরিদগঞ্জের সাবেক মেয়র মাহফুজুল গ্রেপ্তার
মাদারীপুরে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার
ডিএমপি থেকে সংবাদমাধ্যম পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো.
ঢাকা/এমআর/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এমপ আওয় ম ল গ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
টানা ৪ কার্যদিবস পুঁজিবাজারে পতন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটেছে।
এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। একই সঙ্গে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪.৯১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭২টি কোম্পানির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
এদিন ডিএসইতে মোট ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.৬৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৪১ পয়েন্ট কমে ৯৪৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬০.১৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
সিএসইতে ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/ইভা