শরীয়তপুরে এক সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মতিউর রহমান ওরফে সাগরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে দলটি। হুমকি দেওয়ার ঘটনায় গতকাল বুধবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

অভিযুক্ত মতিউর রহমান নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির সাবেক ডিলার। অন্যদিকে অভিযোগকারী ব্যক্তির নাম আশিকুর রহমান। তিনি একটি অনলাইনভিত্তিক নিউজপোর্টালের শরীয়তপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

আরও পড়ুন‘প্রস্তুত থাকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন’, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি১৯ ঘণ্টা আগে

অভিযোগ আছে, একটি সংবাদ প্রকাশের জেরে গত মঙ্গলবার রাতে আশিকুর রহমানকে মুঠোফোনে মামলায় জড়ানোর ও দেখে নেওয়ার হুমকি দেন মতিউর রহমান।

তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। তিনি বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে, মতিউর রহমানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। তদন্তে সত্যতা মেলায় ২৪ সেপ্টেম্বর তাঁর ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম খানের ওপর ক্ষুব্ধ হন মতিউর। ইউএনওর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি ও দুই লাখ টাকা গ্রহণের অভিযোগ এনে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন মতিউর। এ বিষয়ে আশিকুরের তৈরি একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় ওই অনলাইন পোর্টালে। পরে মতিউর রাতেই ওই সাংবাদিককে ফোন করে হুমকি ও গালিগালাজ করেন। বলেন, নড়িয়ায় যদি কোনো রাজনৈতিক মামলা হয়, ওই সাংবাদিক নিজে প্রতিটির আসামি হবেন।

এ ঘটনায় আশিকুর রহমান গতকাল রাতে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে শরীয়তপুর জেলা বিএনপির পক্ষ হতে ওই ঘটনা তদন্ত করার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিডির সত্যতা নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে হুমকির বিষয়টি অস্বীকার করে মতিউর রহমান জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ওই সাংবাদিক (আশিকুর) ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর পেছনে লেগে নিউজ করেছেন। বিষয়টি জিজ্ঞেস করার জন্যই মূলত আশিকুরকে ফোন করেছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র রহম ন কর ছ ন উপজ ল গঠন ক ব এনপ

এছাড়াও পড়ুন:

জামালের হ্যাটট্রিকে আবারও ঢাকার পথে রাবি

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে রাজশাহী অঞ্চল থেকে এবারও চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল পড়ন্ত বিকেলে আঞ্চলিক ফাইনালে রাবির সামনে দাঁড়াতেই পারেনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। ৬-০ গোলের বিশাল জয়ে উৎসবে মেতে উঠেছিলেন রাবির খেলোয়াড় ও কর্মকর্তারা।

এই আনন্দের মধ্যমণি ছিলেন স্ট্রাইকার জামাল উদ্দিন—হ্যাটট্রিক করেছেন। ম্যাচসেরা বেছে নিতে তাই অন্য কারও নাম ভাবতেই হয়নি। এবারের টুর্নামেন্টের ১১তম ম্যাচে প্রথম হ্যাটট্রিক হলো। নিজের হ্যাটট্রিক আর দলের চূড়ান্ত পর্বে ওঠার জোড়া আনন্দে জামাল চোখ রাখছেন আরও সামনে, ‘গতবার আমরা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলাম, তবে এবার রাজশাহীতে কাপ আনার লক্ষ্য আমাদের।’

আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হবে চূড়ান্ত পর্ব বা কোয়ার্টার ফাইনাল, যেখানে খেলবে রাবি। কোয়ার্টার ফাইনালে খেলবে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটিও। চট্টগ্রাম অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে এই দুই বিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালের বাকি পাঁচ দলের নাম জানা যাবে খুলনা ও ঢাকা পর্ব শেষে। খুলনা পর্ব আগামীকাল। এরপর ২৮ নভেম্বর থেকে ঢাকা পর্ব।

আরও পড়ুনরাজশাহী পর্বের বর্ণিল উদ্বোধন করলেন এমিলি৮ ঘণ্টা আগে

আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পথে রাবি গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারায়। ম্যাচসেরা হন দলের ফরোয়ার্ড ও সহ–অধিনায়ক সুমন হাসান সবুজ। এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আঞ্চলিক ফাইনালে ওঠার পথে দিনের প্রথম ম্যাচে সহজেই আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে উড়িয়ে দেয়, যেখানে ম্যাচসেরা হন মিডফিল্ডার ও দলের অধিনায়ক এস এম তুষার আহমেদ রাজ।

হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন

সম্পর্কিত নিবন্ধ