তারা উড়ে এসে জুড়ে বসে দল থেকে মনোনয়ন চায় : টিপু
Published: 9th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান। জনগণের দ্বারে দ্বারে যান, তাদের দুঃখদুর্দশা বুঝবার চেষ্টা করুন।
শুনে রাখুন, ২১ নম্বর ওয়ার্ড যদি শক্তিশালী হয়, তাহলে মনে রাখবেন যারা ফ্যাসিবাদী, হাইব্রিড, কিছু শিল্পপতি টাকার বিনিময়ে ভাড়া করে লোক এনে সমাবেশ –র্যালি করে, তারা তখন আর লোক পাবে না। আপনারা শক্তিশালী হোন, সবাই একসঙ্গে এক হয়ে কাজ করুন—তাহলেই আর কোনো ভয় থাকবে না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল চারটায় ২১নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬-১৭ বছর ক্ষমতায় থেকে আমাদের ওপর স্টিমরোলার চালিয়েছে। আমাদের জেল খাটিয়েছে, মিথ্যা ও গায়েবি মামলা দিয়েছে, গুম খুনসহ এমন কোনো নির্যাতন নেই যা তারা করেনি।
আমরা বাড়িঘরে থাকতে পারিনি, মাকে ‘মা’ বলতে পারিনি, বাবাকে ‘বাবা’ বলতে পারিনি, ভাইকে ভাই বলতে পারিনি, সন্তানকে আদর করতে পারিনি দিনের পর দিন আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছি।
তিনি আরও বলেন, এই ১৬ বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলেন আরাম–আয়েশ থেকে বঞ্চিত ছিলেন। আর এখন যারা নতুন করে এসেছে, তারা কিন্তু এই ১৬ বছর আরামে কাটিয়েছে। তারা এখন মনোনয়নের আশায় আছে যারা দলের দুঃসময়ে মামলা খায়নি, জেল খাটেনি, রাজপথে আন্দোলন করেনি, খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করেনি।
তারা এখন উড়ে এসে জুড়ে বসেছে। এখন তারা দল থেকে মনোনয়ন চায়! আপনারা কি এটা মেনে নেবেন?
তিনি বলেন, যদি আপনারা তা মেনে না নেন, তাহলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ, আমাদের জননেতা তারেক রহমান সেইসব ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করবেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, জাতীয় নির্বাচনে তিনিই তাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যাবেন।
মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ব এনপ র স র সদস য আপন র
এছাড়াও পড়ুন:
বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
তথ্যের সত্যতা যাচাই না করে নারায়ণগঞ্জের বন্দরের কবি, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক কবির সোহেলের বিরুদ্ধে বন্দর থানায় করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
মারধরে আহত কিশোরের বড় ভাই অভিযোগের বাদি সোয়াইব হোসেন সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কবির সোহেলের পেইজে আপলোডের সত্যতা না পেয়ে অভিযোগটি প্রত্যাহার করেন।
এলাকাবাসী জানান, কয়েকজন কিশোর শুক্রবার বন্দরের বক্তারকান্দি এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে বন্দরের বক্তারকান্দি এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে সায়েম(২০) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
উপস্থিত কয়েকজন সাংবাদিক এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে বন্দর প্রেস নামের একটি ফেইসবুক পেইজে ভিডিওটি আপলোড করা হয়। এতে ক্ষূব্দ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা কবির সোহেলকে নানা হুমকি দেয়। পরে তাকে অভিযুক্ত করে বন্দর থানায় মানহানির অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে কবি, সাংস্কৃতিক কর্মী ও সংগঠক কবির সোহেল জানান, বন্দর প্রেস নামের যে ফেইসবুক পেইজে সংঘর্ষের ভিডিও আপলোড করা হয়েছে পেইজটি তার নয়। এই পেইজের অ্যাডমিনও তিনি নন। তিনি সংঘর্ষের কোন ভিডিও পোস্ট দেননি।
কোন যাচাই বাছাই ছাড়াই তাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। যার ফলে সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন এবং তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
কবির সোহেল জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে কাব্য সাধনায় ব্যস্ত। তিনি যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি, বন্দর নাগরিক কমিটির (বনাক) সাধারণ সম্পাদক , জাতীয় কবি সংগঠন অনুপ্রাস নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকসহ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি সামাজিক উন্নয়নে নানা কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রিমহল তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।