বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া বহুল আলোচিত সাক্ষাৎকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। এ উপলক্ষে বৃহৎ প্রজেক্টরের মাধ্যমে সাক্ষাৎকারটি সর্বসাধারণের সামনে প্রদর্শন করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে রাত দশটা পর্যন্ত শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিশাল পর্দায় প্রদর্শিত সাক্ষাৎকারটি দেখতে ও শুনতে হাজীগঞ্জ ও নবীগঞ্জ এলাকার হাজারো সাধারণ মানুষ ভিড় জমায়।

প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “দীর্ঘ সময় পর গণমাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচন শুধুই ভোট নয়, এটি মানুষের অংশগ্রহণমূলক প্রক্রিয়া।” একই সঙ্গে তিনি আদালত ও আইনশাসনের মাধ্যমে দেশে কথার স্বাধীনতা সীমিত হওয়ার বিষয়েও মন্তব্য করেন।
সাক্ষাৎকার প্রদর্শনের পুরো সময় জুড়ে সাধারণ মানুষ মনোযোগ দিয়ে বক্তব্যগুলো শোনেন ও দেখেন। অনেকেই তারেক রহমানের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে প্রশংসা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষের সঙ্গে বসে সাক্ষাৎকারটি দেখেন এবং মতবিনিময় করেন।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর প্রতিটি বক্তব্যই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

মহানগর যুবদলের উদ্যোগে আমরা এই সাক্ষাৎকারটি জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছি, যাতে নারায়ণগঞ্জবাসী দেশের নেতৃত্ব ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানতে পারেন।”
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন প রদর শ

এছাড়াও পড়ুন:

‘নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন, ‘‘কড়াইল বস্তিসহ দেশের বিভিন্ন স্থানে লাগা আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। জনগণ বিশ্বাস করে, এগুলোর সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।’’

বুধবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, ‘‘আওয়ামী ফ্যাসিবাদকে স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কোনো ধরনের সন্ত্রাস বা শৃঙ্খলাভঙ্গ করে নির্বাচন ব্যাহত করা যাবে না। জনগণ এবার ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।’’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্নীতি প্রতিরোধে ইসলামী শাসনের বিকল্প নেই : ইলিয়াস আহমদ
  • ‘নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে’
  • ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের টাকা লুট হয়েছে: সাইদ আহমেদ
  • স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি: মির্জা ফখরুল
  • ‘প্রশাসন আমাদের কথায় উঠবে’: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ
  • সংবাদমাধ্যম কখন নিজেকে প্রশ্ন করার সাহস রাখে
  • জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • মানবাধিকার লঙ্ঘিত হলেই দেশে শান্তি লঙ্ঘিত হবে: সুলতানা কামাল
  • প্রশাসন নিয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্য তার নিজের: জামায়াত 
  • বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না করলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা বাম জোটের