জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এনসিপির বৈঠক হয়নি: আখতার
Published: 11th, October 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয়, তবে সময়ই বলে দেবে।’’
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
আরো পড়ুন:
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব মহাপরিচালক
উপজেলা বিএনপি নেতার নির্দেশে ঢাবি ছাত্রদল নেতা গ্রেপ্তার
এ সময় ঐক্যমত কমিশনের জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি যোগ দেবে বলে জানান আখতার হোসেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘‘বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না।’’ বিভিন্ন বাহিনীর যে সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরও দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এনসিপির এ শীর্ষ নেতা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন, হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও মাঠ পর্যায়ে প্রশাসনকে নিরপেক্ষ করা না হলে নির্বাচন উৎসবমুখর করা সম্ভব হবে না।’’ দেশের সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আগামী নির্বাচন ‘গ্রহণযোগ্য’ ও ‘নিরপেক্ষ’ করতে অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে পাওয়া হলে এনসিপির সদস্য সচিব বলেন, ‘‘সরকারের কিছু কিছু উপদেষ্টার মনোভাব এমন সৃষ্টি হয়েছে, যেনতেন করে ক্ষমতা হস্তান্তর করতে পারলে বেঁচে যায়।’’ এ ধরনের মানসিকতা থেকে সরে এসে জুলাই গণহত্যার বিচার, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
এর আগে মোটরসাইকেল শোডাউন করে রংপুর নগরীর মুন্সিপাড়া এসে আকতার হোসেন সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিকেলে নিজ উপজেলা পীরগাছার নবীগঞ্জ বাজার ও পীরগাছা সদর উপজেলা শহরে দলের দুটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আখতার হোসেন।
ঢাকা/আমিরুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনস প আখত র হ স ন র সদস য এনস প
এছাড়াও পড়ুন:
‘নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে’
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, ‘‘কড়াইল বস্তিসহ দেশের বিভিন্ন স্থানে লাগা আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। জনগণ বিশ্বাস করে, এগুলোর সঙ্গে আওয়ামী সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।’’
বুধবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ‘‘আওয়ামী ফ্যাসিবাদকে স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কোনো ধরনের সন্ত্রাস বা শৃঙ্খলাভঙ্গ করে নির্বাচন ব্যাহত করা যাবে না। জনগণ এবার ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।’’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
ঢাকা/রতন/রাজীব