জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে যদি কখনো জোটের প্রয়োজন মনে হয়, তবে সময়ই বলে দেবে।’’  

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

উপজেলা বিএনপি নেতার নির্দেশে ঢাবি ছাত্রদল নেতা গ্রেপ্তার

এ সময় ঐক্যমত কমিশনের জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি যোগ দেবে বলে জানান আখতার হোসেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘‘বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না।’’ বিভিন্ন বাহিনীর যে সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরও দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন এনসিপির এ শীর্ষ নেতা।  

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন, হত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও মাঠ পর্যায়ে প্রশাসনকে নিরপেক্ষ করা না হলে নির্বাচন উৎসবমুখর করা সম্ভব হবে না।’’ দেশের সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আগামী নির্বাচন ‘গ্রহণযোগ্য’ ও ‘নিরপেক্ষ’ করতে অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। 

‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।  

এ বিষয়ে মন্তব্য জানতে পাওয়া হলে এনসিপির সদস্য সচিব বলেন, ‘‘সরকারের কিছু কিছু উপদেষ্টার মনোভাব এমন সৃষ্টি হয়েছে, যেনতেন করে ক্ষমতা হস্তান্তর করতে পারলে বেঁচে যায়।’’ এ ধরনের মানসিকতা থেকে সরে এসে জুলাই গণহত্যার বিচার, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। 

এর আগে মোটরসাইকেল শোডাউন করে রংপুর নগরীর মুন্সিপাড়া এসে আকতার হোসেন সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 

বিকেলে নিজ উপজেলা পীরগাছার নবীগঞ্জ বাজার ও পীরগাছা সদর উপজেলা শহরে দলের দুটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আখতার হোসেন।

ঢাকা/আমিরুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প আখত র হ স ন র সদস য এনস প

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জামায়াত।

নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত স্মারক লিপি প্রদানের পূর্বে দলটি শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল সহ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়। রবিবার (১২ অক্টোবর) দুপুরে  নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উক্ত স্মারক লিপি প্রদান পূর্বে বক্তব্য দান কালে মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী  মাওলানা আবদুল জব্বার বলেন, আজকে আমরা যেই স্মারক লিপি দেবো, তা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই।

আমাদের এই ৫ দফা জেলা প্রশাসকের মাধ্যমে বলতে চাই, এই ৫ দফা কোনো জামায়াতে ইসলামীর দফা না,এটা গণমানুষের দফা।আমাদের এক নাম্বার দাবি ছিলো জুলাই সনদের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।কিন্তু কোনো কোনো দল বলেছিল এখন প্রয়োজন নেই।

নির্বাচনের পরে সংবিধান ভুক্ত করে পার্লামেন্টে যিনি পাশ করবে, জনগণের যে রায় ছিলো এই রায় সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপন করেছিলো,সেই রায়কে বুঝতে পেরে তারা তা মেনে নিয়েছে।

এক সময় জামায়াতে ইসলামী জনগণের ভোটের অধিকার নিশ্চিতের জন্য  কেয়ারটেকার পদ্ধতি বাস্তবায়ন করতে চেয়ে ছিল। যখন কোনো সরকার থাকবেনা তখন কেয়ারটেকার সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে।

আমরা বাংলাদেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়েছি। এখন বিষয় হলো সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে অনেক মতানৈক্য, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে,জনগনের স্বার্থে সকল দলমত একত্রে কাজ করবো, ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াত এমপি প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ ১ (রুপগঞ্জ) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারের সভাপতিত্বে স্মারক লিপি প্রদান কালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যান সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ জেলা ও মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান
  • সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জামায়াত
  • পিআর আন্দোলনের লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা: মির্জা ফখরুল
  • পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি কাবুলের, ১৯ আফগান ফাঁড়ি ‘দখল’ ইসলামাবাদের
  • সোনারগাঁয়ে মুষলধারে বৃষ্টিতেই ড. ইকবালের গণসংযোগ  
  • পিআর পদ্ধতিতে জনগণের কোনো সুবিধা নেই: মঈন খান
  • দেশে পিআর পদ্ধতি চালুর মতো পরিবেশ নেই: এ জেড এম জাহিদ
  • ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি: চরমোনাই পীর
  • ‘সঠিক স্থান নির্ধারণ না হওয়া আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’