পিআর পদ্ধ‌তি‌তে নির্বাচনসহ পাঁচ দফা দা‌বিতে জেলা জেলায় স্মারক‌লি‌পি প্রদানের মাধ‌্যমে দ্বিতীয় দফা যুগপৎ আন্দোলন কর্মসূ‌চি শেষ ক‌রে‌ছে ইসলামী আন্দোলন। এবার দা‌বি আদা‌য়ে তৃতীয় ধা‌পে নতুন কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছে দল‌টি।

কর্মসূ‌চির ম‌ধ্যে র‌য়ে‌ছে, আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন ও ১৫ অক্টোবর সারাদেশের সব জেলায় সকাল ১১টা থেকে ১২টা মানববন্ধন অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে ‘ঢাকা ঘেরাও’

২ দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান র‌বিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দলের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে নতুন এ কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন। 

পাঁচ দফা দাবি আদায়ে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা ক‌রে তি‌নি ব‌লেন, “গণঅভ্যূত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবির যথার্থতা প্রমাণ করেছে, সেই দাবির আইনি ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে- এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে।”

তি‌নি আরো ব‌লেন, “পাঁচ দফা দাবি আদায়ে এর আগেও আমরা দুই দফায় কর্মসূচি পালন করেছি। দ্বিতীয় দফায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, ৯ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং আজকে সারাদেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

“সরকারের পক্ষ থেকে জনতার যৌক্তিক এসব দাবির প্রতি ইতিবাচক সংবেদনশীলতা প্রদর্শন না করায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি,” ব‌লেন আতাউর রহমান।

পাঁচ দফা দা‌বির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বৈঠকে উপস্থিত ছিলেন, দ‌লের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, অধ্যাপক নাছির উদ্দিন, ডাক্তার শহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, মুফতি হেমায়েতুল্লাহ প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন গণভ ট ইসল ম

এছাড়াও পড়ুন:

বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র মানববন্ধন 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে শিক্ষকদের বিভিন্ন দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।

বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন। 

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. ওমর ফারুক'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ
  • গাজীপুরে বাফুফেকে স্টেডিয়াম ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
  • জাবিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি
  • খুলনায় শিশু জিসান হত্যা: এলাকাবাসীর আসামির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
  • মাদারীপুরে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার
  • বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র মানববন্ধন 
  • সোনারগাঁয়ে ভূমিদস্যুর  মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে রোববার প্রতীকী ধর্মঘট, সোমবার গণ-অবস্থান
  • চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা