গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফখরুল শেখকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) দিবাগত রা‌তে গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শোভা বেগম ওই গ্রামের বালাম শেখের স্ত্রী।

আরো পড়ুন:

স্বামী-শাশুড়ির নির্যাতনে গর্ভপাতের অভিযোগ

নাটোরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সা‌জেদুর রহমান বলেন, ‘‘গত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শে‌খ শোভা বেগমকে ব্যাপক মারপিট করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হ‌য়ে‌ছে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক প লগঞ জ সৎ ছ ল

এছাড়াও পড়ুন:

৬৫ রানে শেষ ৫ উইকেট নেই পাকিস্তানের, স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১১০.৪ ওভারে ৩৭৮ (ইমাম ৯৩, সালমান ৯৩, মাসুদ ৭৬; মুতুসামি ৬/১১৭, সুব্রায়েন ২/৭৮)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৭ ওভারে ২১৬/৬ (ডি জর্জি ৮১*, মুল্ডার ১৭, মুতুসামি ৬*; নোমান ৪/৮৫, সাজিদ ১/৭৩)
দ্বিতীয় দিন শেষে।

লাহোর টেস্টে আজ দ্বিতীয় দিন সকালের সেশনটা ভালো কাটেনি পাকিস্তানের। ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান আর ৬৫ রান যোগ করেই প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট। এরপর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

৪ উইকেট হাতে রেখে পাকিস্তানের চেয়ে ১৬২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন টনি ডি জর্জি (৮১*) ও সেনরুয়ান মুতুসামি (৬*)। পাকিস্তানের স্পিনাররা আজ সবগুলো উইকেট নেন। ৮৫ রানে ৪ উইকেট বাঁহাতি স্পিনার নোমান আলীর। একটি করে উইকেট সাজিদ খান ও সালমান আগার।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা এর চেয়ে ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু ইনিংসের মাঝপথে ১৩ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৫০.১ ওভারে দলীয় ১৭৪ রানে ওপেনার রায়ান রিকেলটন (৭১) আউট হওয়ার মধ্য দিয়ে ধসের শুরু।

৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার নোমান

সম্পর্কিত নিবন্ধ