জামিনে কারামুক্ত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ১ অক্টোবর তিনি কারাগার থেকে বেরিয়ে যান। তবে দিলীপ কুমার আগরওয়ালার কারামুক্তির বিষয়টি জানাজানি হয়েছে আজ।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে জামিন পান। ১ অক্টোবর তিনি কারাগার থেকে ছাড়া পান।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাঁকে আদালতে তোলা হয়। এরপর তাঁকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এ ব্যাপারে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে কারামুক্ত হয়েছেন কি না, সেটি জানা নেই।

দিলীপ কুমার আগারওয়ালা গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

আরও পড়ুনডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার০৩ সেপ্টেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ল প ক ম র আগরওয় ল

এছাড়াও পড়ুন:

‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

‘জেমস বন্ড’খ্যাত হলিউড পরিচালক লি তামাহরি মারা গেছেন। গত ৭ নভেম্বর নিউ জিল্যান্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা পরিচালক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। খবর দ্য গার্ডিয়ানের।  

নিউ জিল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরএনজেড-কে পাঠানো একটি বিবৃতিতে লি তামাহরির মৃত্যুর খবর জানিয়েছে তার পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, ৭ নভেম্বর মারা গেছেন লি তামাহরি। এসময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। পারকিনসন রোগে ভুগছিলেন লি। 

আরো পড়ুন:

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন

হলিউডে সৃজিতের নয়া মিশন

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, “কারিশম্যাটিক লিডার ও অদম্য সৃজনশীল আত্মা লি, পর্দা ও পর্দার পেছনে মাওরিদের তুলে ধরেছেন। আমরা অসাধারণ একজন সৃজনশীল মানুষকে হারিয়েছি।” 

১৯৫০ সালে নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন তামাহরি। তার পিতা মাওরি বংশোদ্ভুত এবং মাতা ব্রিটিশ বংশোদ্ভুত। লি তামাহরি পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এটি মাওরিদের জীবনের নির্মম চিত্র। মুক্তির পর এটি নিউ জিল্যান্ডের সিনেমায় মাইলফলক হয়ে দাঁড়ায়। চলচ্চিত্রজগতে লি তামাহরিকে উজ্জ্বল ও নতুন কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। 

এরপর হলিউডে কাজের প্রস্তাব পান লি তামাহরি। ১৯৯৭ সালে সার্ভাইভাল থ্রিলার ঘরানার ‘দ্য এজ’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন অ্যান্থনি হপকিনস ও অ্যালেক বল্ডউইন। ২০০১ সালে নির্মাণ করেন ‘অ্যালং কেইম আ স্পাইডার’ সিনেমা। লি তার সবচেয়ে বড় প্রকল্প হাতে নেন ২০০২ সালে। জেমস বন্ড সিরিজের এই সিনেমার নাম ‘ডাই অ্যানাদার ডে’। এটি মুক্তির পর বিশ্বব্যাপী নজরকাড়েন এই নির্মাতা। এতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। আলোচিত ‘বন্ড’ সিরিজে এটিই পিয়ার্সের শেষ সিনেমা।  

পরবর্তী সময়ে ‘এক্সএক্সএক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’, ‘নেক্সট’, ‘দ্য ডেভিল’স ডাবল’ নির্মাণ করলেও তেমন সাড়া ফেলতে পারেনি; বক্স অফিসেও পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এরপর কিছুটা বিরতি নিয়ে নিজ দেশ নিউ জিল্যান্ডে ফিরেন লি। ২০১৬ সালে আবারো চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। নির্মাণ করেন—‘মাহানা’, ‘দ্য কনভার্ট’। এ দুটো সিনেমা এই নির্মাতার শেষ দিকের কাজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
  • ‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন
  • সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন সিআইডির
  • ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড, পেলেন ৪৪ শিক্ষার্থী ও ৩০ শিক্ষক
  • ইবিতে জাতিসংঘ মানবাধিকার অফিসের তথ্য-অনুসন্ধান নিয়ে সেমিনার
  • এসএ পোর্টের মুনাফা এক বছরে ৬৩ শতাংশ বেড়েছে
  • মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যাচেষ্টার অভিযোগ কতটা সত্য
  • বিএনপির ৩১ দফা: পাঠ ও বিবেচনা
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৭৪ শিক্ষক-শিক্ষার্থী