দিনের আলোয় ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরির ঘটনায় খোয়া যাওয়া অলংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ৮ কোটি ৮০ লাখ ইউরো। এটি প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকার সমান (১ ইউরো সমান ১৪১ টাকা হিসাবে)।

জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের একজন সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন।

সরকারি কৌঁসুলি লোর বেকো আরটিএল রেডিওকে বলেন, অলংকারগুলোর দামের অঙ্ক ‘অনেক বড়’। তবে অর্থমূল্যের চেয়ে এ ঘটনায় ফ্রান্সের ইতিহাস–ঐতিহ্যের ক্ষতি অনেক বেশি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, চুরি যাওয়া অলংকার হয়তো এরই মধ্যে অনেক দূরে চলে গেছে।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে রাজকীয় অলংকার ও মূল্যবান উপহার। দুই নেপোলিয়ন সম্রাট তাঁদের স্ত্রীদের অলংকারগুলো উপহার দিয়েছিলেন।

সারা বিশ্বে জাদুঘরের মধ্যে ল্যুভরেই সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয়। স্থানীয় সময় গত রোববার সকালে জাদুঘর খোলার কিছুক্ষণের মধ্যে চোরেরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে আট মিনিটের কম সময়ে জানালা কেটে জাদুঘরে ঢুকে কাচের বাক্সে রাখা অলংকার হাতিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায়।

চোরেরা ল্যুভর জাদুঘর থেকে যে আটটি অলংকার নিয়ে গেছে, তার মধ্যে রানি মেরি-লুইজের এ কণ্ঠহার ও কানের দুলের সেটও রয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ক র ল য ভর জ দ ঘর

এছাড়াও পড়ুন:

একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়

আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার এই পরিচয় এখন খানিকটা আড়ালেই পড়ে গেছে। কারণ বিতর্কিত সঞ্চালক হিসেবে লাইমলাইটে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব জয়। এই মাধ্যমে সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার জয় জানালেন, আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিংসা’ করেন তিনি।

জয় তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সংগীতশিল্পী প্রতীক হাসান গান গাইছেন। আর গানের সঙ্গে চুটিয়ে নাচছেন জায়েদ খান। এ ভিডিওর ক্যাপশনে জয় তার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন।   

আরো পড়ুন:

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তানজিন তিশা

ভোটের মাঠে অভিনেতা তারিক স্বপন

জয় বলেন, “উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি, একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়? দলমত এবং পলিটিক্সের ঊর্ধ্বে ছোট্ট জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি।” 

হিংসা করার কারণ ব্যাখ্যা করে জয় বলেন, “আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। আমি আমার বিবেক-বুদ্ধি এবং সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি, যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই।” 

জায়েদ খানের উদ্দে জয় বলেন, “আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই। বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ্যকে পেলে টেনেহিঁচড়ে বড় করে, তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ