এনায়েত পাঁচ দিনের রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান
Published: 22nd, October 2025 GMT
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এসব আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় এনায়েতকে আদালতে হাজির করা হয়। তাঁকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে এনায়েত জড়িত। এ ঘটনার সঙ্গে আর যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করার জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অপরদিকে এনায়েতের আইনজীবী শাহিনুর রহমান আদালতে দাবি করেন, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তাঁর মক্কেল জড়িত নন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এনায়েতের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ সেপ্টেম্বর এনায়েতকে (৫৫) সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁর বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
আজকের আগে এই মামলায় দুই দফা এনায়েতকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আদালত।
এর বাইরে সালমান এফ রহমান, আনিসুল হক ও কাজী মনিরুল হককে আজ আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ র কর এন য় ত সরক র
এছাড়াও পড়ুন:
‘হাসিনার ষড়যন্ত্রে খালেদা জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। আমরা তার জন্য দোয়া চাই। শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্থা করেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী।’’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বিকাল সাড়ে ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ: রেজা কিবরিয়া
শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, ‘‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই, বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন ‘মায়ের চেয়ে মাসীর দরদ বেশি’।’’
রাশেদ খান বলেন, ‘‘বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।’’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।
এ সময় দলটির নেতাকর্মী ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।
ঢাকা/শাহরিয়ার//