২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ নভেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার রাত ১১টা ৫৯মিনিট।

নির্দেশনায় বলা হয়েছে এএসসি/ও লেভেল/সমমান এবং এইচএসসি/এ লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ দশমিক ৫ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৪.

০০–এর কম থাকলে শিক্ষার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সব পরীক্ষার্থীর এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫ থাকতে হবে।

ভর্তি ফরম পূরণের যাবতীয় কাজ অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তির যাবতীয় নিয়মাবলি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েসবাইট থেকে বিস্তারিত জানা যাবে। তবে শিক্ষার্থীদের অনলাইন–এ আবেদন জমা দিতে হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

এইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস

এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) না নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রোববার (৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে কোথায় পড়বেন: সিদ্ধান্ত নিতে মনে রাখুন ‘থ্রি–সি’৭ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর০৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস