মানুষ ও বন্য প্রাণীর সম্পর্ক সাধারণত ভয়ের বাঁধনে আবদ্ধ। তবে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুরে শিয়াল ও মানুষের মধ্যে গড়ে উঠেছে ব্যতিক্রমী ভালোবাসার গল্প। এই গ্রামের কাওলারটেক এলাকার এক কৃষকের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব সবাইকে অবাক করেছে। কৃষক গিয়াস উদ্দিন ভালোবেসে এই প্রাণীটির নাম রেখেছেন ‘লালু’। তিনি যেখানেই যান লালু তাকে অনুসরণ করে।
কৃষক গিয়াস উদ্দিন স্ত্রী-সন্তানদের থেকে আলাদা নিরিবিলি পরিবেশে বসবাস করেন। বাড়ির উঠানে গরু, ছাগল, মুরগি, ভেড়া—সব রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কাছের সঙ্গী এখন লালু। প্রায় এক বছর আগে বন থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া শিয়ালের ছানাটিকে গিয়াস উদ্দিন নিজের কাছে রেখে লালনপালন শুরু করেন। তাকে পরিবারের সদস্যদের মতোই আগলে রাখছেন তিনি।
আরো পড়ুন:
ত্বকের দাগছোপ দূর করার এই সহজ নিয়মটি জানেন?
ত্বক সতেজ রাখতে এই ফল খেতে পারেন
এখন লালুর বয়স এক বছরের বেশি। খাবার হিসেবে ভাত, তরকারি, মাংস, পাউরুটি ও বিস্কুট খায় লালু। দিনের বেশির ভাগ সময় সে থাকে গিয়াস উদ্দিনের বাড়ির উঠানে কিংবা ঘরের ভেতরে। মাঝে মধ্যে বনে গেলেও গিয়াস উদ্দিন ডাক দিলেই ফিরে আসে।
গিয়াস উদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই আমি প্রাণীদের ভালোবাসি। লালুকে যখন পাই, তখন ওর চোখ ফোটেনি। ধীরে ধীরে তাকে বড় করেছি। এখন মনে হয়, লালু আমার সঙ্গী—যেখানেই যাই, সে আমার পেছনেই থাকে।”
প্রতিবেশী আজিজুল হক বলেন, “মানুষের এত কাছাকাছি শিয়াল থাকবে—এটা দেখলে অবাক হতে হয়। শিয়ালটি গিয়াস উদ্দিনকে বিশ্বাস করে, তা দেখলেই বোঝা যায়।”
তবে, এ নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার কথা রয়েছে। কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, “শিয়াল রেবিস ভাইরাস বহন করতে পারে। যা জলাতঙ্কের মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। তাই এমন প্রাণীর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। বন্যপ্রাণী রক্ষার দিক থেকেও বিষয়টি বন বিভাগকে পর্যালোচনা করা উচিত।”
গিয়াস উদ্দিনের উঠানে লালুর নির্ভার খেলা দেখলে সহজেই মনে হয়, প্রকৃতি মাঝে মাঝে মানুষের কাছে এমন গল্প রেখে যায়, যেগুলো বইয়ের পাতায় নয়, মাটির গন্ধে, স্নিগ্ধ স্নেহে রচিত হয়।
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর যত ন বন ধ গ য় স উদ দ ন
এছাড়াও পড়ুন:
মেডিকেল-ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, সরকারি মেডিকেলে আসন পুনর্বিন্যাস
এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) থেকে। ফরম পূরণের নির্দেশনা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অনলাইনে ফরম পূরণ শুরু সকাল ১০টা থেকে। শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন ২১ নভেম্বর (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে হবে পরীক্ষা। ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ ০৫ নভেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা—আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২৪ অথবা ২০২৫ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান এবং ২০২২ সালের পর এসএসসি/‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪-এর নিচে হলে আবেদন করা যাবে না।
প্রার্থীকে নিয়মিত এসএসসি ও সমমান ‘ও’ পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমমান ‘এ’ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই ফিজিকস (পদার্থবিজ্ঞান), কেমিস্ট্রি (রসায়ন) ও বায়োলজি (জীববিজ্ঞান) থাকতে হবে।
সকল আবেদনকারী প্রার্থীর জন্য এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।
উপজাতীয় ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮ এবং এককভাবে ন্যূনতম ৩ দশমিক ৫০ থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ না থাকলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না ।
আরও পড়ুনবুটেক্সে ভর্তি বিজ্ঞপ্তি, ৬৩০ আসনে আবেদনে জিপিএর শর্ত শিথিল০৬ নভেম্বর ২০২৫পরীক্ষা পদ্ধতিএমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ ১০০ প্রশ্নে) প্রশ্নে পরীক্ষা এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের মধ্যে—
জীববিজ্ঞান: ৩০
রসায়ন: ২৫
পদার্থবিজ্ঞান: ১৫
ইংরেজি: ১৫
সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে । পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।
প্রথম আলো ফাইল ছবি