ময়মনসিংহে গভীর রাতে বাসে আগুন, ঘুমন্ত একজনের পুড়ে মৃত্যু
Published: 11th, November 2025 GMT
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ জন বহিষ্কার
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দলটির গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
শিক্ষকদের ছত্রভঙ্গ করা নিয়ে যা জানাল পুলিশ
গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কা করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের। এই আসনে মনোনয়নবঞ্চিত হন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনকে পরিবর্তনের দাবিতে কয়েকদিন ধরে তায়েবুর রহমান হিরনের সমর্থকরা রেলপথ ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন। রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে।
সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অসুস্থ হয়ে ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরোড এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ছাত্রদল কর্মী তানজিন আহমেদ (৩০) মারা যান।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, “দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে তানজিন আহমেদ নামে এক যুবক মারা গেছেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত আটজন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ