ঝিনাইদহে ছাত্রলীগের ৫৪ সেকেন্ডের মশাল মিছিল
Published: 11th, November 2025 GMT
ঝিনাইদহে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার দিবাগত মধ্যরাতের কোনো একসময় এ মিছিল করা হয়। এতে ৮ থেকে ১০ জন অংশ নেন।
মিছিলটি মাত্র ৫৪ সেকেন্ড স্থায়ী ছিল। শৈলকূপা উপজেলার ভাটই বাজারে পার্শ্ববর্তী কোনো একটি গ্রামীণ সড়কে দ্রুততম সময়ের মধ্যে মশাল হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পর তারা ওই এলাকা থেকে চলে যান। তাদের মুখে মাস্ক পরা ছিল।
আরো পড়ুন:
ঢাবি প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ
এরপর রাতেই আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকেন। তবে, এ বিষয়ে জেলা ছাত্রলীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেছেন, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে, তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করতে আমাদের টিম কাজ করছে।
ঢাকা/সোহাগ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একঝলক (১১ নভেম্বর ২০২৫)
ছবি: সাদ্দাম হোসেন