গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিঃ কারখানা ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।

হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (অ্যাডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, “গতকাল সোমবার কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবগতি ঘটে। এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বারবার শ্রমিকবৃন্দদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের সামিল।”

নোটিশে আরও উল্লেখ করা হয়, “এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। 

‘পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিগণ এ আদেশের আওতামুক্ত থাকবেন।” 

এদিকে শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেন। এসময় সকল যানবাহন ফিরিয়ে দেন শ্রমিকরা। অনেক যানবাহন চালকদের সঙ্গে তর্কবির্তক করতে দেখা যায় শ্রমিকদের।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো.

মোর্শেদ জামান বলেন, “শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা। দীর্ঘ ২৩ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর সাতপাকে বাঁধা পড়লেন এই দম্পতি। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিতিত ছিলেন।   

সোমবার (২৪ নভেম্বর) বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্দীপ লেখেন, “মিস্টার অ্যান্ড হিসেবে ঠিক এভাবেই আমরা নতুন এক অধ্যায়ে পা রাখলাম...। ঐতিহ্য আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমস্ত আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ।” 

আরো পড়ুন:

বিয়ে স্থগিত: হবু স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন গায়ক পলাশ?

ধর্মেন্দ্রর সেরা পাঁচ চরিত্র

বিয়ের খবর পেয়ে সন্দীপ-আশ্লেষার সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। এ আলাপচারিতায় সন্দীপ বলেন, “গত এপ্রিলে আশ্লেষা আর আমি বৃন্দাবন গিয়েছিলাম; সেখানে রাধা–কৃষ্ণের মন্দিরগুলোর সঙ্গে গভীর এক সংযোগ অনুভব করি। সেই সফরই আমাদের ২৩ বছর পর বিয়ে করার অনুপ্রেরণা দেয়। আমাদের বাবা-মা সবচেয়ে বেশি খুশি—তারা অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। আমরা সবকিছু সহজ-সরল রাখতে চেয়েছি আর কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে ভালো আর কী হতে পারে।” 

বিয়ের দারুণ আনন্দিত অশ্লেষা। এ অভিনেত্রী বলেন, “অবশেষে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। বৃন্দাবন ছিল আদর্শ স্থান—সেখানে গিয়েই আমরা গভীর টান অনুভব করেছিলাম। এটা ছিল খুব স্বতঃস্ফূর্ত, হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা এটিকে প্রাইভেট রাখারার সিদ্ধান্ত নিই, শুধু পরিবারের লোকজন সঙ্গে ছিলেন।” 

দীর্ঘ দিন লিভ-ইনের পর বিয়ে করেছেন এই তারকা জুটি। এ নিয়ে সন্দীপ বলেন, “অনেক বছর ধরে একসঙ্গে থাকার পরও কেন আমরা বিয়ে করিনি—এ প্রশ্নে শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার কাছে তো মনে হতো আমরা অনেক আগে থেকেই বিবাহিত!”  

বিয়ের অনুভূতি ব্যক্ত করে সন্দীপ বলেন, “আমি আলাদা কিছু অনুভব করছি না। এটা এমন কিছু ছিল, যা আমরা একদিন না একদিন করবই—এবার সেটা করে ফেললাম। আমরা খুশি। ভালোবাসা-আশীর্বাদ পেয়ে আমরা আপ্লুত। আমরা সত্যিই ধন্য। কারণ আমাদের বন্ধু-বান্ধব এবং সুহৃদদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি।”  

২০০২ সালে ‘কিউ কি সাস বি কাভি বহু থি’ ধারাবাহিকের শুটিং সেটে প্রথম দেখা সন্দীপ-আশ্লেষার। সেখান থেকেই প্রেম, অবশেষে পরিণয় পেল তাদের ভালোবাসা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ