ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেট্রোস্টেশনের কাছে একটি চলন্ত গাড়ি বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন।

বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার পর তিন দিনের জন্য (১১ থেকে ১৩ নভেম্বর) লালকেল্লাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিন দিন দর্শনার্থীরা লালকেল্লা ভ্রমণে যেতে পারবেন না।

বিস্ফোরণের কারণ নিয়ে সরকার থেকে এখনো নিশ্চিত করে কোনো তথ্য দেওয়া হয়নি।

এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।

ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে। পরে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

বিস্ফোরণের কারণ খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা চলছে। ফরেনসিক দল, দিল্লি পুলিশ, এআইএ কর্মী এবং ডগ স্কোয়াড দিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ও প্রমাণ খোঁজার কাজ চলছে। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুনদিল্লির লালকেল্লার মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণে নিহত ৮১৬ ঘণ্টা আগে

দিল্লিতে বিস্ফোরণের পর কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে।

আরও পড়ুনগাড়িটি ধীরে ধীরে এসে থামার পরই হয় বিস্ফোরণ: দিল্লির পুলিশ কমিশনার১৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল লক ল ল

এছাড়াও পড়ুন:

সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের নামে মামলা

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠনের কিছু ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাঁরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছেন। এ ছাড়া আসামিরা এসব কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা ও প্ররোচনা দিচ্ছেন বলেও এজাহারে বলা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পৌর মেয়র রফিকুল আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করেছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ব্যানারে খাগড়াছড়ি সদরের বটতলী উচ্চবিদ্যালয় এলাকায় গতকাল সোমবার সকালে একটি ঝটিকা মিছিল হয়। সেখানে ৪০ থেকে ৫০ জন অংশ নেন, যাঁদের অধিকাংশের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

সম্পর্কিত নিবন্ধ