বন্দরে যাত্রীবাহী হামিদ পরিবহনে ডাকাতি প্রস্তুতি কালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

 ধৃতরা হলো বন্দর থানার  মুরাদপুর এলাকার কাইয়ুম মিয়ার ছেলে আবুল বাসার ওরফে বাদশা (৩০) ও একই থানার   কেওঢালা এলাকার জহির মিয়ার ছেলে মাসুদ (২৯)।  

এ ব্যাপারে রোকেয়া এসপি হামিদ পরিবহনের ম্যানেজার লিখন ওরফে হাসান বাদী হয়ে ১০ ডাকাতসহ আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতদের বন্দর থানার দায়েরকৃত ১৮(১১)২৫ নং মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর অনুমান ৫ টায় বন্দর থানার মদনপুরস্থ কেওঢালা মেঘাসিটি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপরে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ধৃতদের কাছ থেকে লুন্ঠিত কয়েকটি বাটন মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বার্টযুক্ত লোহার তৈরী হাতুরি, একটি কাঠের বাটযুক্ত চাইনিজ কুড়াল উদ্ধার করে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদী রোকেয়া এসপি হামিদ পরিবহনের  নারায়ণগঞ্জ জেলার ম্যানেজার হিসেবে কর্মরত আছে। উক্ত বাস চাপাইনবাবগঞ্জ টু চট্টগ্রাম রুটে চলাচল করে।

প্রতিদিনের ন্যায় গত ১০ নভেম্বর ৯ টার দিকে আরকে আরপি স্পেশিয়াল রোকেয়া এইচপি হামিদ পরিবহনের নাটোর-ব-১১-০০২৬ এর ড্রাইভার মো: ছানোয়ার ও হেলপার স্টাফসহ যাত্রী নিয়া চাপাইনবাবগঞ্জ হতে মোগড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। 

পরবর্তীতে -১১ নভেম্বর ভোর অনুমান ৫ টার সময় বন্দর মদনপুরস্থ কেওঢালা মেঘাসিটি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপরে পৌছাইয়া যাত্রী নামা পরবর্তীতে যাত্রী নামানো শেষে ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস নিয়া মোগড়াপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হইলে উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাসে উঠিয়া ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে জিম্মি করিয়া ফেলে দুইশত টাকা, একটি এনড্রয়েড মোবাইল সেট এবং হেলপার বকুল এর ব্যবহৃত একটি  বাটন মোবাইল ফোন,এবং ড্রাইভার এর নিকট থাকা নগদ ৩,৫০০ টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়।

পরবর্তীতে বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারগন বাস নিয়া মোগড়াপাড়া কাউন্টারে পৌছাইয়া বিষয়টি ফোন করিয়া কৌশলে পুলিশকে  মৌখিকভাবে জানাইলে পুলিশ গত বুধবার (১২ নভেম্বর)  রাত সোয়া ৯টায় থানার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে  ড্রাইভার  সানোয়ার মোল্লার শনাক্তমতে আসামী মোঃ আবুল বাশার ওরফে বাদশা (৩৫), মোঃ মাসুদ (২৮) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দর থানার  ওসি লিয়াকত আলী  বলেন, দৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লেখিত পরিবহনে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক আসামীদের  গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হ ম দ পর বহন

এছাড়াও পড়ুন:

বর্তমান সংবিধান মানলে পরবর্তী নির্বাচন ২০২৯ সালে: ফরহাদ মজহার

দেশে এখন যাঁরা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করছেন, তাঁরা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, সংবিধানে লেখা আছে, নির্বাচন হবে পাঁচ বছর পরে; ২০২৪–এর পরের নির্বাচন ২০২৯ সালে।

কোন সাংবিধানিক যুক্তির ভিত্তি থেকে নির্বাচন চাওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলেন ফরহাদ মজহার। দেশের প্রচলিত আইন মানার বাধ্যবাধকতা তুলে ধরে তিনি বলেন, ‘যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টার সরকার (অন্তর্বর্তী সরকার) শেখ হাসিনার সংবিধান মেনেছে, তাহলে ২০২৯ সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে।’

‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক নির্বাচনী সংলাপে আলোচকের বক্তব্যে ফরহাদ মজহার এ কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এ সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা না করায় সমালোচনা করেন এই কবি ও চিন্তক। তিনি বলেন, ‘প্রথমত আমাদের একটি ইলেকশন তো হয়ে গেছে ২০২৪ সালে। এই উপদেষ্টা সরকারের প্রধান তো এখন পর্যন্ত সেই নির্বাচনকে অবৈধ বলেন নাই। তাঁর যে কনস্টিটিউটিং পাওয়ার (সাংবিধানিক ক্ষমতা) গণ–অভ্যুত্থানের মধ্যে হাজির হয়েছিল, এটা তিনি নিজেই নস্যাৎ করেছেন শেখ হাসিনার সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠিত করে।’

এখন অন্তর্বর্তী সরকারকে পুরোনো সংবিধান অনুযায়ী চলতে হবে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ‘যদি আমরা আইন না মানি, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার দাবি হচ্ছে নির্বাচন।...বাংলাদেশকে আমরা অত্যন্ত দ্রুতবেগে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছি।’

ফরহাদ মজহার বলেন, ‘আপনারা যদি আইন না মানেন, রাজনৈতিক দল যদি আইন না মানে; তাহলে বাংলাদেশকে যে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধের দিকে আপনারা ঠেলে দেবেন, তাঁর দায়দায়িত্ব আপনারা নেবেন।’ জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে গণপরিষদ নির্বাচনে যেতে অসুবিধা কী, রাজনৈতিক দলগুলোর কাছে সেই প্রশ্নও রাখেন তিনি।

সংলাপে স্বাগত বক্তব্যে এফএসডিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘আমরা আজ জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন এবং বৈশ্বিক অবস্থান নির্ধারিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক হবে তার ওপর।’

সংলাপে আসন্ন নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব তুলে ধরে একটি নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী। সংলাপ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদ।

এ সংলাপে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান প্রমুখ। সংলাপে উপস্থিত ছিলেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • বর্তমান সংবিধান মানলে পরবর্তী নির্বাচন ২০২৯ সালে: ফরহাদ মজহার
  • মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
  • বন্দরে আওয়ামী লীগ নেতা জালাল গ্রেপ্তার  
  • অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের কাঠামো নির্ধারণ করবে: অর্থ উপদে
  • ৫জি থেকে ৬জি, ইন্টারনেটের পরবর্তী ধাপ
  • অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ের
  • দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু বৃহস্পতিবার
  • চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করবে ওপেনএআই
  • স্থলমাইনে সেনা আহত, কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা থাইল্যান্ডের