ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা দেওয়ার ঘটনায় পাঁচ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গোবিপ্রবির ৬ কর্মকর্তা বরখাস্ত

নানা অভিযোগে বরখাস্ত হওয়া শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের অবস্থান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রহরীরা হলেন- মো.

শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেইট)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বরখাস্ত হওয়া এসব কর্মচারী গত ১১ নভেম্বর রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। তখন প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাদের কাজে দায়িত্ব অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়।

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবির চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরখ স ত ব শ বব দ য বরখ স ত প রহর

এছাড়াও পড়ুন:

ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে ফের আলোচনায় এসেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

আরো পড়ুন:

 কোভিড নীতির কঠোর বিধিমালা প্রত্যাহার শুরু চীনের

লকডাউনের প্রতিবাদে চীনের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে।

আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে সক্রিয় রয়েছে। গত ৮ নভেম্বর থেকে এই পাঁচদিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে সহিংস তৎপরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ ভবনগুলোর ছবি পোস্ট করে লেখেন, “১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।”

একই ছবি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচএম আল আমিন আহমেদ লেখেন, “দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এ দেশের সব স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে এটি মুক্ত করতে হবে। লকডাউন বিএসল, তালা লাগানো হয়েছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
  • ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ