মুঠোফোনে ছবি তোলা নিয়ে স্থানীয়দের মারধরে দুই শিক্ষার্থী আহত
Published: 11th, January 2025 GMT
মুঠোফোনে ছবি তোলা নিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার হামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশরাফি ও জোবায়েদ হাসান। বাঁশের লাঠির আঘাতে মাশরাফি মাথা ও কানে আঘাত পেয়েছেন। অন্যদিকে জোবায়েদ হাতে আঘাত পেয়েছেন। পরে দুজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নয়াবাজার পয়েন্টের পাশে ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষে পাশের সড়কে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট বসেছিল। সেখানে ছবি তোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে মাশরাফি ও জোবায়েদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে ওই দুই শিক্ষার্থীর ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। এতে তাঁরা আহত হন। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহমিদুর রহমান বলেন, ‘এক সহপাঠীর জন্মদিন উদ্যাপন করে আমরা ১২ জন চা পানের জন্য নয়াবাজার এলাকায় গিয়েছিলাম। সেখানে মাহফিল উপলক্ষে বিভিন্ন দোকান দেখে সেখানেও যাই। মাশরাফি মুঠোফোনে দোকানগুলোর বিভিন্ন ছবি ও ভিডিও করছিল। হঠাৎ স্থানীয় কয়েকজন এসে দাবি করেন, মুঠোফোনে নারীর ছবি তোলা হয়েছে। এর একপর্যায়ে মুঠোফোনটি কেড়ে নিয়ে সেটি ভেঙে ফেলেন। এ সময় মাশরাফিকে মারধর করলে অন্য সহপাঠীরা এগিয়ে গেলে আমাদের সবাইকে মারধর করেন স্থানীয় ১০ থেকে ১৫ জন। হামলাকারীরা আমাদের বাঁশ দিয়ে আঘাত করেন। আক্রমণকারীদের হাতে ছুরিও দেখা গেছে। এ ঘটনায় আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা ছিনতাইয়ের জন্য আমাদের কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। তবে তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।’
শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মামলা করবে বলে জানিয়েছেন প্রক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থীত শ্রমিক সংগঠন, "বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন" নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
তারই অংশ হিসেবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন এবং উক্ত সমাবেশ এবং র্যালিটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সোনারগাঁ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লার নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব আব্দুল মজিদ শিকদার ও নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সাধারন সম্পাদক জনাব ফিরোজ আহমাদ ভুঁইয়া সোনারগাঁ থানার ওসির সাথে সাক্ষাত করে এই সহযোগীতা কামনা করেন।
জানাযায়, আসছে ১লা মে রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। সে আলোকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাঁচপুর বাস টার্মিনালে সকাল ৯টায় বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে এক শ্রমিক সমাবেশ এবং র্যালি করা হবে। অত্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খলভাবে এই দিবসটি যথাযথভাবে পালন করবে পরিকল্পনা করেছেন।
উক্ত দিবস উপলক্ষ্যে তাদের অন্যান্য কর্মসূচি মধ্যে আছে, অসহায় দুস্থ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও অসহায় দুস্থ শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।