সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI সারা বিশ্বকে নাকি মহাকাশে নিয়ে যাবে, AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে, AI এর বিভিন্ন ব্যবহার হবে এবং আমরা শুনতে পাচ্ছি রূপকথার গল্পের মতো AI আমাদের জীবনটাকে আমূল পাল্টে দিতে পারবে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-তে ৬তম জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, “AI এর ভাষা তোমরা বুঝবে, যেমনি ভাবে তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছো। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এ জন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করবো, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ।”

উপদেষ্টা অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের কম দেখছি উল্লেখ করে বলেন, “তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থান হলো, এর পিছনে মেয়েরাই ছিল অগ্রভাগে। ৭১ এ মুক্তিযুদ্ধের সময় এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে ছিলাম। অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে। তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছো বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মহিলা ও শিশু এবং অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।” 

তিনি বলেন, “মূলধারার বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের বিজ্ঞানের যুগে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।” 

এ সময় আরো বক্তব্য রাখেন- আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ। 

পরে সন্ধ্যায় তিনি প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্র প্রবাস মেলার ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঢাকা/এএএম/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

জাতিকে মুক্ত করার অঙ্গীকারে ছাত্ররা গণঅভ্যুত্থানে ঝাপিয়ে পড়েন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদ শব্দটি শুধু ব্যক্তিগত প্রাণ উৎসর্গ নয়, এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই আন্দোলনে মুক্তিকামী ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদ ইমাম হাসান তায়িম সেই আত্মত্যাগের প্রতীক।”

তিনি বলেন, “রাজধানী থেকে অনেক দূরে একটি ধানের ক্ষেতের পাশে শুয়ে আছে তায়িম। তার আত্মত্যাগ কিসের জন্য, সেটা যেন মানুষ ভুলে না যায়। কারো জমি দখল বা গ্রাম-গ্রামের দ্বন্দ্বের জন্য নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাপিয়ে পড়েছিল তিনি। শহীদদের আত্মদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের পর তিনি এসব কথা বলেন।

রিজভী শহীদ তায়িমের মায়ের উদ্দেশে বলেন, “তায়িম পরিবারের কথা না শুনে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এই সন্তানহারা মা শোক নিয়ে বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তার আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি—এটাই তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”

এর আগে, তায়িমের কবর জিয়ারতের পর রিজভী তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান এবং সমবেদনা জানান।

উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
  • জাতিকে মুক্ত করার অঙ্গীকারে ছাত্ররা গণঅভ্যুত্থানে ঝাপিয়ে পড়েন