দাম বাড়াতে সারে কৃত্রিম সংকট, ভোগান্তি
Published: 16th, January 2025 GMT
সপ্তাহখানেকের মধ্যে নন্দীগ্রাম উপজেলার কৃষকরা বোরো আবাদে নামবেন। এরই মধ্যে কিছু গ্রামের দু-চারজন কৃষক আবাদ শুরু করেছেন। এ সময়টাতেই কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে আবাদ খরচ বেড়ে যাওয়ার শঙ্কায় আছেন কৃষক।
তবে বিসিআইসি ও বিএডিসির সার ডিলাররা বলছেন বরাদ্দ কম। এ জন্য কোনো কোনো সার বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার।
জানা গেছে, উপজেলায় বিএডিসির ২৩ ও বিসিআইসির ১৩ জন ডিলার আছেন। এর মধ্যে সার তুলেছেন সাত থেকে আটজন। ডিসেম্বর মাসে এ উপজেলায় টিএসপি ৩০৪ টন, ইউরিয়া ৬৫৬ টন ও এমওপি ৩৭৭ টন এবং জানুয়ারি মাসে টিএসপি ২৯১ টন, ইউরিয়া ১ হাজার ২৮৪ টন ও এমওপি ৩৯৩ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
খুচরা বাজারে প্রতি বস্তা টিএসপি ১ হাজার ৩৫০ টাকা, এমওপি ১ হাজার টাকা ও ইউরিয়া ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
ব্যবসায়ীরা প্রতি বস্তা টিএসপি ১ হাজার ৫৪০ থেকে ১ হাজার ৬০০ টাকা, এমওপি ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ ও ইউরিয়া সার ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করছেন।
দলগাছা গ্রামের মোকলেছার রহমান বকুল বলেন, মৌসুম শুরু থেকেই সারের দাম বেশি। আবার চাহিদামতো পাওয়াও যাচ্ছে না। দোকানদার সার নেই বলছেন। কিন্তু বেশি টাকা দিলেই সার মিলছে।
সংকটের বিষয়ে জানতে চাইলে শিমলা বাজারের বিএডিসির ডিলার মোফাজ্জল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
বেশি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করে রণবাঘা বাজারের বিসিআইসির ডিলার রাজীব প্রসাদ বলেন, বোরো মৌসুমে টিএসপি ও এমওপি সারের চাহিদা বেশি। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১৩৩ বস্তা। এই সার দিয়ে পুরো উপজেলার কৃষকদের মধ্যে সরবরাহ করা সম্ভব হয় না। এ কারণে সবাই সার পান না।
কুন্দারহাটের সার ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, দেশের ডিলার ব্যবস্থাপনা ভালো না। সব জায়গায় তারা বেশি দামে সার বিক্রি করছেন। চাহিদামতো সার এ উপজেলায় নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই। আগেও সারের দাম বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযোগ পেলে আবারও অভিযান চালানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউর য় ব যবস উপজ ল ট এসপ
এছাড়াও পড়ুন:
শত্রুতার জেরে সাত গরুকে বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেছে ৩টি
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে দুই কৃষক পরিবারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে গরুগুলো মারা গেছে তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ বিভাগ। পুলিশ বলছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।
আরো পড়ুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের
এলাকাসাসী জানান, সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজী কৃষি কাজ করে সংসার চালান। তারা খামার করে কয়েকটি গরু লালন-পালন করছেন। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির এক আত্মীয় ছুটে গিয়ে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাইকে। তারা স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। সকাল হওয়ার আগেই তিনটি গরু মারা যায়। একই গোয়াল ঘরে থাকা একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে থাকা দুটি ষাঁড় এখনো অসুস্থ।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের গরুগুলোকে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি গরুগুলো। দুই ভাইয়ের আরো চারটি গরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কারা তাদের গরু হত্যা করেছেন এ বিষয়ে জানতে চাইলে রাসুল গাজী বলেন, “ঘর থেকে বের হয়ে কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছি। তাদের চেহারা দেখতে পারিনি। ফলে কাউকে চিনতে পারিনি।”
ক্ষতিগ্রস্ত কৃষক হাসিব গাজী বলেন, “কারো সঙ্গে আমাদের শত্রুতা থাকতেই পারে। এই অবলা পশুগুলো কার কী ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী মো. ইমদাদ শেখ বলেন, “গত শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, “সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে যান। তিনি অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়জনজনিত কারণেই গরুগুলো মারা গেছে। মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই গরু তিনটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তদন্ত শুরু করি। মারা যাওয়া গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ