দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুরের অবসর
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
জিম্বাবুয়ের হারারেতে জন্ম নেওয়া মুরের আন্তর্জাতিক যাত্রা শুরু হয় ২০১৪ সালের নভেম্বরে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি (২০১৬) ও নিউজিল্যান্ডের বিপক্ষে (২০১৬)
টেস্ট অভিষেক। জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট খেলেছেন তিনি। তার ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ম্যাচও তাদের সঙ্গে।
পরবর্তীতে আয়ারল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। দাদির সূত্রে আইরিশ পাসপোর্ট পাওয়া মুর ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে সফরে আয়ারল্যান্ডের টেস্ট দলে প্রথম ডাক পান। সবমিলিয়ে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন ৭টি টেস্ট।
তবে নতুন দেশের হয়ে মুর ততটা উজ্জ্বল হতে পারেননি। যেখানে জিম্বাবুয়ের হয়ে ৩৫.
এতেই মুর হয়ে গেলেন ইতিহাসের ১৭তম ক্রিকেটার, যিনি দুই দেশের হয়ে টেস্ট খেলেছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুদকের মামলায় সিলেট কারাগারে কাশিমপুরের সাবেক জেলসুপার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত বছর অবসরে যাওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলা সুপার শাহজাহান আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আজ বুধবার বিকেলে তিনি সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকনুজ্জামান তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালতে বেঞ্চ সহকারি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহজাহান আহমেদের আগে চট্রগ্রামের জেলসুপার ছিলেন। সর্বশেষ তিনি কাশেমপুর কারাগারের দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাচিপুরের পরেশ আলী মিয়ার ছেলে। শাহজাহানের বিরুদ্ধে ২০২২ সালের ১৬ জানুয়ারি সিলেটে দুদক বাদী হয়ে মামলা করে। বর্তমানে স্পেশাল মামলা নং-৬/২৪।
সিলেট কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানিয়েছেন নিয়োগ-সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় শাহজাহান চট্রগ্রামের জেলার ছিলেন। সেই মামলায় বুধবার তার জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন। গত বছর শাহজাহান আহমেদ অবসরে যান বলে জানান জেলার।