ফরচুন বরিশালের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি আসরে দারুণ খেলা চট্টগ্রাম কিংস। ফাহিম আশরাফ ও রিপন মন্ডলের তোপে ৮ উইকেট হারিয়ে ১২১ রানে আটকে যায় চট্টগ্রাম।

ছোট ওই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে বরিশালও। ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালকে রান করে দেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। রানের কল দিয়েছিলেন স্ট্রাইক প্রান্তে থাকা মালানই। তামিম রান নিতে দৌড় দিলেও কোন সাড়া শব্দ না দিয়ে ফিরে যান মালান।

একটু রেগেও যান তামিম। ইঙ্গিতে তা বুঝিয়েও দেন, ‘তোমরাই তো কল ছিল, এইটা কিছু হলো।’ হাত উচিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের জার্সিতে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৩৭ বছর বয়সীয় ব্যাটার। 

ওই মালান শেষ পর্যন্ত ৪১ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলে ১৯ বল থাকতে ফরচুন বরিশালকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন। তামিমকে আউট করার দায় ঘোচানোর ইনিংস তিনি সাজান তিনটি চার ও দুই ছক্কায়। তার সঙ্গে ২১ বলে ২৬ রান যোগ করেন মোহাম্মদ নবী। ৩২ রানে ৩ ও ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে ৬৯ রানের জুটি গড়ে জেতান।

এর আগে চট্টগ্রামের হয়ে ওপেনার উসমান খান ১৯ রান যোগ করেন। অধিনায়ক মিঠুন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন। আরাফাত সানি ২৭ রান যোগ করেন। বরিশালের ফাহিম ও রিপন ৩টি করে উইকেট নেন। চট্টগ্রামকে ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে ফরচুন বরিশাল। ৭ ম্যাচের ৫টিতে জিতেছে তামিমের দল। চট্টগ্রাম সমান ম্যাচে ৪ জয় নিয়ে আছে তিনে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহে (ইটিসি) যুক্ত হলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’। আধুনিক এই ব্যবস্থার ফলে যানবাহনগুলোর আর লাইনে দাঁড়িয়ে টোল দেয়ার প্রয়োজন হবে না, বরং স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে।

বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে নগদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে টোল আদায়ের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। এর ফলে টোল প্লাজায় থামা ছাড়াই টোল পরিশোধ করা সম্ভব হবে, যা সময় বাঁচাবে এবং যানজট ও ভোগান্তি কমাবে।

রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ দুইপক্ষের শীর্ষ কর্মকর্তারা।

চুক্তিতে সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন, জনগণকে ঝামেলাহীন সেবা দিতে আমরা পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থায় ইলেকট্রনিক পেমেন্ট চালুর উদ্যোগ নিয়েছি। আসন্ন ঈদুল আজহার আগেই এই ব্যবস্থা চালু করে সাধারণ যাত্রীদের উপকারে আনা আমাদের লক্ষ্য।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা প্রযুক্তিকে ডিজিটাল পেমেন্টের উপযোগী করে তুলছি। সফলভাবে বাস্তবায়িত হলে টোল আদায়ের প্রক্রিয়া হবে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়।

নগদের চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী বলেন, এই চুক্তি দেশের ডিজিটাল পেমেন্ট বাস্তবায়নে একটি মাইলফলক। তবে বিআরটিএ-এর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ পুরোপুরি সফল হবে না।

ডাক বিভাগের পরিচালিত নগদ বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা, সহজসেবা ও গ্রাহকের আস্থার মাধ্যমে প্রতিনিয়ত জনপ্রিয়তা অর্জন করছে সেবাটি।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ