উইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের
Published: 20th, January 2025 GMT
বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা করে নিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তত দুইটি জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটের বড় পরাজয়ে নিজেদের পথ কঠিন করে ফেলেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
সেন্ট কিটসে সোমবার অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেফের দারুণ ব্যাটিংয়ে ১০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
১৬৩ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়েন ম্যাথুস ও জোসেফ। কিয়ানা ৬ চার ও ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০ রানের ইনিংস। অন্যদিকে, অধিনায়ক ম্যাথুস ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন ১৬ চারসহ ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।
টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার ফারজানা হক দ্রুত ফিরে গেলেও (১০ রান), মুরশিদা খাতুন (৫৩ বলে ৪০) ও শারমিন আক্তার (৭০ বলে ৪২) দলের জন্য ভালো ভিত্তি গড়ে দেন। তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথুসের অফ স্পিনে ফিরতে হয় দুজনকেই। মিডল অর্ডারে শবনম মোস্তারি (৩৫) ও স্বর্ণা আক্তার (২৯) কিছুটা লড়াই করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ফলে বাংলাদেশ দল দুইশ রান পূর্ণ করতে পারেনি।
২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়া নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল মূলপর্বে সরাসরি জায়গা পাবে। বাংলাদেশের পয়েন্ট এখন ১৯, আর পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার। এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫