আগামী ২ মার্চ রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস পালনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সংগঠনটির এক যুগ পদার্পণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। 

আয়োজক সংগঠনের সভাপতি কবি শাহানা সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীন। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। 

সাবেক বিচারপতি জয়নুল আবেদীন বলেন, এ দেশে যতগুলো আন্দোলন হয়েছে সবকিছুর মূলে ছিল বাংলা ভাষা। ব্রিটিশরা, পাকিস্তানিরা এ ভাষাকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সব আন্দোলনেই মাতৃভাষাকে আমরা গুরুত্ব দিয়ে সফল হয়েছি। সুতরাং এ ভাষাকে আঁকড়ে ধরে থাকতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই ছাত্ররা পতাকা নাড়িয়ে যুদ্ধ শুরু করেছিল। 

সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, সরকারের উচিত একটা ‘ইতিহাস কমিশন’ গঠন করা। যারা যে অবদান রেখেছেন, প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিতে হবে। 
নাজমুল হক প্রধান বলেন, ২ মার্চকে স্বীকৃতি দেওয়া মানে ইতিহাসকে ধারণ করা। তানিয়া রব প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৩ বছর পর এসে পতাকা দিবসের স্বীকৃতি চাইতে হবে কেন।   

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ২ মার্চও গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগ এককেন্দ্রিক ইতিহাস তৈরি করেছিল। ছাত্রনেতাদের উচিত প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম রবকে সম্মাননা দেওয়া। 

সভায় বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, আব্দুল হামিদ খান ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হৃদয়ে পতাকার প্রধান উপদেষ্টা এস এম সামসুল আলম নিক্সন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ