ফের ঢাকায় ফিরেছে বিপিএল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক আরিফুল হক।  

চট্টগ্রাম পর্বে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি তানজিম হাসান সাকিব, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং সিলেট স্ট্রাইকার্সের একাদশে ফিরে এসেছেন। তার পরিবর্তে বাদ পড়েছেন সামিউল্লাহ শেনওয়ারি। রিস টপলির জায়গায় পাকিস্তানের আহসান ভাট্টি একাদশে সুযোগ পেয়েছেন, আর নিহাদ উজ জামানের বদলে অফ স্পিনার নাহিদুল ইসলাম সুযোগ পেয়েছেন। বরিশালের একাদশেও দুটি পরিবর্তন হয়েছে।  

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, কাদিম অ্যালিইনে, সুমন খান, আহসান ভাট্টি, রুয়েল মিয়া, তানজিম হাসান সাকিব এবং নাহিদুল ইসলাম।  

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মণ্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবি, তাইজুল ইসলাম এবং জেমস ফুলার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ