সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা যায় চিত্রনায়িকা শিরিন শিলাকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘এমকে মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামে একটি গান। এ গানের ভিডিওতে জুটি বেঁধেছেন শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সেলিম রেজা।
সালাউদ্দিন সাগরের কথা ও এ এন ফরহাদের সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন চলচ্চিত্র নৃত্য পরিচালক হাবিব রহমান।
শিরিন শিলা বলেন, “এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে দর্শক যখন এটি উপভোগ করবেন।”
আরো পড়ুন:
বাদ পড়ছে ভিকি-রাশমিকার ‘আপত্তিকর নাচ’
প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’
গানটি নিয়ে কাজ শুরুর পেছনের গল্প জানিয়ে গায়ক সৈয়দ অমি বলেন, “আমার অতি পছন্দের একটি গান ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’। গানটির টিউন আগে রেডি করা ছিল। সেলিম ভাইকে গানটি শোনানোর পর তিনি খুব পছন্দ করেন। তাৎক্ষণিক বলেন, ‘এই গান নিয়ে আমি কাজ করব।’ আমার বিশ্বাস, আমার অন্যান্য গানের মতোই দর্শক-শ্রোতারা এটি পছন্দ করবেন।”
আশাবাদী সৈয়দ অমি বলেন, “প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে ‘দুই চাকার সাইকেল’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে ‘পরি পাইছিরে’ গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশা করি, ‘তোরে এক দেখাতে মনে ধরেছে' গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।”
মিউজিক ভিডিও নিয়ে সেলিম রেজা বলেন, “অসম্ভব সুন্দর কথামালা এবং সুরের একটি গান, সিনেমাটিকভাবে চিত্রায়ণ করেছি। আশা করি, দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র এক দ খ ত ক জ কর
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) আইটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (QAC) অধীনে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: আইটি অফিসারপদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০ স্কেলে)–সহ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকা যাবে না।
প্রাসঙ্গিক ক্ষেত্রে (যেমন কোয়ালিটি অ্যাসিওরেন্স, একাডেমিক প্রশাসন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বা ডেটা অ্যানালাইসিস) স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ৪১ মিনিট আগেবয়সসীমাসর্বোচ্চ ৪০ বছর।
বেতন–ভাতাআলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীদের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে বিস্তারিত সিভি, সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৮ ঘণ্টা আগেআবেদনের ঠিকানা
পরিচালক,
ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ১৩ নভেম্বর ২০২৫