Risingbd:
2025-08-02@01:04:58 GMT

জুটি বাঁধলেন শিরিন শিলা-অমি

Published: 27th, January 2025 GMT

জুটি বাঁধলেন শিরিন শিলা-অমি

সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওতে দেখা যায় চিত্রনায়িকা শিরিন শিলাকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘এমকে মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামে একটি গান। এ গানের ভিডিওতে জুটি বেঁধেছেন শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সেলিম রেজা।

সালাউদ্দিন সাগরের কথা ও এ এন ফরহাদের সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন চলচ্চিত্র নৃত্য পরিচালক হাবিব রহমান।

শিরিন শিলা বলেন, “এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে দর্শক যখন এটি উপভোগ করবেন।”

আরো পড়ুন:

বাদ পড়ছে ভিকি-রাশমিকার ‘আপত্তিকর নাচ’

প্রেক্ষাগৃহে আসছে ‘দায়মুক্তি’

গানটি নিয়ে কাজ শুরুর পেছনের গল্প জানিয়ে গায়ক সৈয়দ অমি বলেন, “আমার অতি পছন্দের একটি গান ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’। গানটির টিউন আগে রেডি করা ছিল। সেলিম ভাইকে গানটি শোনানোর পর তিনি খুব পছন্দ করেন। তাৎক্ষণিক বলেন, ‘এই গান নিয়ে আমি কাজ করব।’ আমার বিশ্বাস, আমার অন্যান্য গানের মতোই দর্শক-শ্রোতারা এটি পছন্দ করবেন।”

আশাবাদী সৈয়দ অমি বলেন, “প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে ‘দুই চাকার সাইকেল’ গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে ‘পরি পাইছিরে’ গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশা করি, ‘তোরে এক দেখাতে মনে ধরেছে' গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।”

মিউজিক ভিডিও নিয়ে সেলিম রেজা বলেন, “অসম্ভব সুন্দর কথামালা এবং সুরের একটি গান, সিনেমাটিকভাবে চিত্রায়ণ করেছি। আশা করি, দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র এক দ খ ত ক জ কর

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ