আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৪ সালের স্যার গ্যারি সোবার্স বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জয়ী ভারতীয় পেসার।

এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই খবর আগেই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন ভারতের ডানহাতি পেসার। এছাড়া ভারতের প্রথম পেসার হিসেবে জিতেছেন এই পুরস্কার।

এর আগে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিশচন্দন অশ্বিন ও ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেন।

বুমরাহ গত বছর ভারতের জার্সিতে টেস্ট ও টি-২০ ফরম্যাটে দুর্দান্ত খেলেছেন। ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হন তিনি।

এছাড়া টেস্টে এক বছরে ৭১ উইকেট নিয়েছেন তিনি। উইকেটের হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা গাস আটকিনসন তার চেয়ে ১৯ উইকেট কম পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে বুহরাহ ছাড়াও জশস্বী জয়সোয়াল ও রবীন্দ্র জাদেজা জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের কোন ক্রিকেটার নেই। তবে টি-২০ দলে আছেন রোহিত শর্মা, হার্ডিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।      

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স উইক ট

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’

ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।

সম্পর্কিত নিবন্ধ