৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস ক্যাম্ফারের
Published: 11th, July 2025 GMT
ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে গতকাল ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই কীর্তি গড়েন তিনি।
আরও পড়ুননামের ভারেই কি নুয়ে পড়ছে বাংলাদেশের পেস আক্রমণ১ ঘণ্টা আগেআগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল মানস্টের। তাড়া করতে নেমে ১১ ওভারে ৫ উইকেটে ৭৮ রান তুলেছিল নর্থ-ওয়েস্ট। ১২তম ওভারে বোলিংয়ে আসেন মানস্টের অধিনায়ক ক্যাম্ফার। সেই ওভারে তাঁর প্রথম চার বলে ছক্কাসহ এসেছে ৯ রান। কিন্তু শেষ দুই বলে আউট হন জ্যারেড উইলসন ও গ্রাহাম হিউম। বেন হোয়াইট মাঝের ওভারটি করার পর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। আশ্চর্যের বিষয়, পরের দুটি বলেও উইকেট পান এই ডানহাতি পেসার। আউট হন যথাক্রমে রোবি মিলার ও জশ উইলসন।
অর্থাৎ ১১.
জয়ের পর ক্যাম্ফার বলেছেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’ ক্যাম্ফারের কাছে জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটসম্যান থাকলে ৬ বলে ৬ উইকেট নিতে পারতেন কি না? উত্তর শুনুন তাঁর মুখেই, ‘না, আমার মনে হয় না।’
আরও পড়ুনবাংলাদেশ দলে ‘কুশল মেন্ডিস’ চান মুশতাক৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন ক্যাম্ফার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন। এ সংস্করণে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আরও পাঁচজন বোলার—রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেল। গত বছর মালির বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন লেসোথো পেসার ওয়াসিম। আর্জেন্টিনার পেসার ফেনেল গত বছরই ৪ বলে ৪ উইকেট নেন কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৪ বলে ৪ উইকেট নেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে কীর্তিটি গড়েন তিনি। একই বছর সেপ্টেম্বরে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। ২০২২ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার হোল্ডার।
প্রথম খেলোয়াড় হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি জিম্বাবুয়ের নারী অলরাউন্ডার কেনিস এনদোলোভুর। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঈগলস উইম্যানের বিপক্ষে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫ বলে ৫ উইকেট নেন এনদোলোভু।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪ উইক ট ন ন উইক ট ন য় ৫ উইক ট ন প রথম
এছাড়াও পড়ুন:
৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস ক্যাম্ফারের
ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে গতকাল ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই কীর্তি গড়েন তিনি।
আরও পড়ুননামের ভারেই কি নুয়ে পড়ছে বাংলাদেশের পেস আক্রমণ১ ঘণ্টা আগেআগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল মানস্টের। তাড়া করতে নেমে ১১ ওভারে ৫ উইকেটে ৭৮ রান তুলেছিল নর্থ-ওয়েস্ট। ১২তম ওভারে বোলিংয়ে আসেন মানস্টের অধিনায়ক ক্যাম্ফার। সেই ওভারে তাঁর প্রথম চার বলে ছক্কাসহ এসেছে ৯ রান। কিন্তু শেষ দুই বলে আউট হন জ্যারেড উইলসন ও গ্রাহাম হিউম। বেন হোয়াইট মাঝের ওভারটি করার পর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। আশ্চর্যের বিষয়, পরের দুটি বলেও উইকেট পান এই ডানহাতি পেসার। আউট হন যথাক্রমে রোবি মিলার ও জশ উইলসন।
অর্থাৎ ১১.৪ ওভারে ৮৭/৫ থেকে ১৩.৩ ওভারের মধ্যে ৮৮ রানে অলআউট হয়ে মানস্টেরের কাছে ১০০ রানে হেরেছে নর্থ-ওয়েস্ট। এর মূলে রয়েছে মানস্টের অধিনায়ক ক্যাম্ফার, ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নেন তিনি।
জয়ের পর ক্যাম্ফার বলেছেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’ ক্যাম্ফারের কাছে জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটসম্যান থাকলে ৬ বলে ৬ উইকেট নিতে পারতেন কি না? উত্তর শুনুন তাঁর মুখেই, ‘না, আমার মনে হয় না।’
আরও পড়ুনবাংলাদেশ দলে ‘কুশল মেন্ডিস’ চান মুশতাক৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন ক্যাম্ফার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন। এ সংস্করণে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আরও পাঁচজন বোলার—রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেল। গত বছর মালির বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন লেসোথো পেসার ওয়াসিম। আর্জেন্টিনার পেসার ফেনেল গত বছরই ৪ বলে ৪ উইকেট নেন কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৪ বলে ৪ উইকেট নেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে কীর্তিটি গড়েন তিনি। একই বছর সেপ্টেম্বরে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। ২০২২ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার হোল্ডার।
প্রথম খেলোয়াড় হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি জিম্বাবুয়ের নারী অলরাউন্ডার কেনিস এনদোলোভুর। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঈগলস উইম্যানের বিপক্ষে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫ বলে ৫ উইকেট নেন এনদোলোভু।