ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের পেস অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে গতকাল ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

আরও পড়ুননামের ভারেই কি নুয়ে পড়ছে বাংলাদেশের পেস আক্রমণ১ ঘণ্টা আগে

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল মানস্টের। তাড়া করতে নেমে ১১ ওভারে ৫ উইকেটে ৭৮ রান তুলেছিল নর্থ-ওয়েস্ট। ১২তম ওভারে বোলিংয়ে আসেন মানস্টের অধিনায়ক ক্যাম্ফার। সেই ওভারে তাঁর প্রথম চার বলে ছক্কাসহ এসেছে ৯ রান। কিন্তু শেষ দুই বলে আউট হন জ্যারেড উইলসন ও গ্রাহাম হিউম। বেন হোয়াইট মাঝের ওভারটি করার পর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। আশ্চর্যের বিষয়, পরের দুটি বলেও উইকেট পান এই ডানহাতি পেসার। আউট হন যথাক্রমে রোবি মিলার ও জশ উইলসন।

অর্থাৎ ১১.

৪ ওভারে ৮৭/৫ থেকে ১৩.৩ ওভারের মধ্যে ৮৮ রানে অলআউট হয়ে মানস্টেরের কাছে ১০০ রানে হেরেছে নর্থ-ওয়েস্ট। এর মূলে রয়েছে মানস্টের অধিনায়ক ক্যাম্ফার, ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নেন তিনি।

জয়ের পর ক্যাম্ফার বলেছেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’ ক্যাম্ফারের কাছে জানতে চাওয়া হয়েছিল আরও একজন ব্যাটসম্যান থাকলে ৬ বলে ৬ উইকেট নিতে পারতেন কি না? উত্তর শুনুন তাঁর মুখেই, ‘না, আমার মনে হয় না।’

আরও পড়ুনবাংলাদেশ দলে ‘কুশল মেন্ডিস’ চান মুশতাক৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন ক্যাম্ফার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন। এ সংস্করণে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আরও পাঁচজন বোলার—রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব ও হারনান ফেনেল। গত বছর মালির বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন লেসোথো পেসার ওয়াসিম। আর্জেন্টিনার পেসার ফেনেল গত বছরই ৪ বলে ৪ উইকেট নেন কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৪ বলে ৪ উইকেট নেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে কীর্তিটি গড়েন তিনি। একই বছর সেপ্টেম্বরে পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। ২০২২ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার হোল্ডার।

প্রথম খেলোয়াড় হিসেবে ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি জিম্বাবুয়ের নারী অলরাউন্ডার কেনিস এনদোলোভুর। গত বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঈগলস উইম্যানের বিপক্ষে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫ বলে ৫ উইকেট নেন এনদোলোভু।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৪ উইক ট ন ন উইক ট ন য় ৫ উইক ট ন প রথম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ