Samakal:
2025-08-02@06:33:56 GMT

সমিতির ফাঁদে সর্বস্বান্ত

Published: 29th, January 2025 GMT

সমিতির ফাঁদে সর্বস্বান্ত

তাড়াশে সমিতির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মল্লিক। পরিবার নিয়ে এখন তিনি দুর্বিষহ জীবনযাপন করছেন।

অভিযোগ থেকে জানা গেছে, তালম ইউনিয়নের নামাসিলট গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবু বক্কর সিদ্দিক মল্লিকের সঙ্গে খোশালপুর সার্বিক ‘গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ ও কোষাধ্যক্ষ শফিউল্লাহ্‌র পরিচয় হয়। ২০২১ সালে তারা আবু বক্করকে প্রতিদিন লাখে দুইশ করে টাকা করে লাভ দেওয়ার কথা বলে সমিতিতে টাকা বিনিয়োগের কথা বলেন। অতিরিক্ত লাভে সংসারে সচ্ছলতা আসবে ভেবে আবু বক্কর ব্যবসা গুটিয়ে ফেলেন। বিভিন্ন ব্যাংক-এনজিও থেকে নিজের ও স্ত্রীর নামে ঋণ নিয়ে ২০২১ সালের ২৪ অক্টোবর থেকে ২০২৪ সাল পর্যন্ত দফায় দফায় ১৩ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাসে লাভের কিছু টাকা পেয়েছেন। এরপর একসঙ্গে মোটা অঙ্কের টাকার দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে লাভের টাকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। 

আবু বক্কর জানান, বিনিয়োগ করা টাকা তুলে দিতে সমিতির সভাপতি, সম্পাদকসহ অন্যদের অনুরোধ করেন তিনি। এতে কাজ না হলে সমিতির ঘরে নামাসিলট গ্রামের আলহাজ আমিনুল ইসলাম, মতিউর ইসলাম, মর্তুজা সরকার, খোশালপুর গ্রামের ফারুক ফকিরসহ গ্রামপ্রধানদের নিয়ে সালিশ করা হয়। সে সালিশে গ্রামপ্রধানরা টাকা ফিরিয়ে দিতে বলেন। তারা তা মানেননি। উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি-হুমকি দিচ্ছেন তারা। বাধ্য হয়ে তিনি ৪ জানুয়ারি তাড়াশ থানায় মামলা করেছেন।

থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, সমিতিতে আবু বক্করের মতো অনেকেই টাকা বিনিয়োগ করেছেন। কিছু পরিশোধও করা হয়েছে। মাঠ পর্যায়ে দেওয়া ঋণগ্রহীতাদের কাছ থেকে টাকা তুলতে না পারায় আবু বক্করের টাকা পরিশোধ করতে পারছি না। সমিতি করে এভাবে টাকা বিনিয়োগ করা বৈধ কিনা এমন প্রশ্নে আবু সাইদ বলেন, দেখা করেন, কথা হবে।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ব ন য় গ কর ব যবস

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন
  • ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন
  • শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে