চাঁদপুরকে অনেক ভালোবাসি: আমিন খান
Published: 3rd, February 2025 GMT
চিত্রনায়ক আমিন খান বলেছেন, “ইলিশের বাড়ি চাঁদপুরকে অনেক অনেক ভালোবাসি। বার বার এই জেলায় আসতে চাই।এখানকার মানুষের ভালোবাসা আমাকে খুব টানে। সবার প্রতি জানাচ্ছি অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) হাজীগঞ্জের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন হাজীগঞ্জে মার্সেলের সৌজন্যে মার্সেল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
টাঙ্গাইলে মার্সেলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নাটোরে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন র্যালি
মেসার্স মমিন ইলেকট্রনিক্সের আয়োজনে এবং মার্সেল ব্রান্ডের সৌজন্যে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্সলের হেড অফ বিজনেস মতিউর রহমান, হেড অফ সেলস্ নুরুল ইসলাম রুবেল, ডি এস এম জাহিদ হাসান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, আর এস এম ফয়েজ আহমেদ, হাজীগঞ্জ মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং মেসার্স মমিন ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী জিল্লুর রহমান সোহাগ প্রমুখ।
খেলাশেষে টুর্নামেন্টে বিজয়ী এবং পরাজয়ী দল ছাড়াও সেরা খেলোয়াড়দের এবং অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
ঢাকা/জয়/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।