ব্রাজিলে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, নিহত ২
Published: 8th, February 2025 GMT
ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়।
মিলিটারি পুলিশ জানিয়েছে, বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন এবং আরও ছয়জন আহত হন, যাদের মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী রয়েছেন।
আরো পড়ুন:
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ফিরে দেখা ২০২৪: বছর শেষে ৬ বিমান দুর্ঘটনা
ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
বিমানটি ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন ছিল এবং রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গে যাচ্ছিল। এটি কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, কিন্তু বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা দ্রুত ঘটনার তদন্ত শুরু করবে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।