ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে জায়গা পেলেন যারা
Published: 8th, February 2025 GMT
এবারের বিপিএলে ছিল ঘটনার ঘটঘটা। ভালো-মন্দের মিশেলে শেষ হওয়া বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টে দেশি ও বিদেশি বেশ ক’জন ক্রিকেটার নিয়মিত পারফরম্যান্স দেখিয়েছেন। সংবাদ মাধ্যম ক্রিকইনফো তাদের মধ্য থেকে বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।
তামিম আছেন, তামিম নেই: বিপিএলের সর্বোচ্চ ৫১১ রান করেছেন নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। তাদের মধ্যে নাঈম শেখকে রাখা হয়েছে ওপেনার বিবেচনায়। ফাইনালে ফিফটি করে দলকে শিরোপা জেতানো তামিম ইকবাল তার সঙ্গী। তামিম বিপিএলের চতুর্থ সর্বোচ্চ ৪১৩ রান করেছেন। তিনের বিবেচনায় রাখা হয়েছে ৩৮৬ রান করা জাকির হাসানকে। একাদশে জায়গা হয়নি তানজিদকে।
মিডল অর্ডার: গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। চিটাগংকে ফাইনালে তুলতে তার ছিল বড় ভূমিকা। চারের বিবেচনায় ক্লার্ক আছেন বিপিএলের সেরা একাদশে। স্লগার হিসেবে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
খুশদীল-ফাহিমে বাদ মিরাজ: বিপিএলের সেরা একাদশে জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ ও ফাহিম আশরাফ। এর মধ্যে স্পিন অলরাউন্ডার খুলদীলকে ৫ নম্বরে ব্যাটিংয়ের বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি ২৯৮ রান করেছেন ও ১৭ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ সাতের বিবেচনায় রাখা হয়েছে। ফাহিম ২০ উইকেট নিয়েছেন। স্লগে কার্যকর ইনিংসও দেখিয়েছেন। তাদের দু’জনকে জায়গা দিতে আসরের সেরা ক্রিকেটার মেহেদী মিরাজ জায়গা পাননি। মিরাজ ৩৫৫ রান করেছেন ও ১৩ উইকেট নিয়েছেন। তবে টপ অর্ডারে ব্যাট করায় মিরাজকে একাদশে রাখা হয়নি।
স্পিনে খুশদীলের সঙ্গী আলিস: স্পিন অলরাউন্ডার খুশদীলের সঙ্গে সেরা একাদশে রাখা হয়েছে চট্টগ্রামের রহস্য স্পিনার আলিস আল ইসলামকে। তিনি টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়েছেন।
একাদশে তিন পেসার: টুর্নামেন্ট শেষে রংপুর রাইডার্সের কোচ আশরাফুল বলেছিলেন, এবারের বিপিএলের আবিষ্কার আকিফ জাভেদ। পাকিস্তানি বাঁ-হাতি পেসার আছেন ক্রিকইনফোর সেরা একাদশে। তিনি ২০ উইকেট নিয়েছেন। সর্বাধিক উইকেট নেওয়া তাসকিন আছেন বিপিএলের একাদশে। তাদের পেস আক্রমণের সঙ্গী খালেদ আহমেদ। তিনিও নিয়েছেন ২০ উইকেট।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আকিফ জাভেদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল উইক ট ন য় ছ ন র ন কর ছ ন ব প এল র স র ব প এল আশর ফ
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।