চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শনিবার সকালে সাতকানিয়ার কেরানীহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করেন বাসের যাত্রী ও ছাত্র-জনতা। 

অবরোধের কারণে মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার যানজট তৈরি হয়। প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরে বিক্ষুব্ধ জনতা। দাবি আদায়ের আশ্বাস পেয়ে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো.

ইব্রাহিম ও মো. ফারুক জানান, শনিবার সকাল ৮টার দিকে হঠাৎ অবরোধ শুরু করে একদল যুবক। পরে জানা যায় চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার সময় বাসের চালক ও সহকারীরা ইচ্ছেমতো ভাড়া আদায় করেন, যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে ছাত্র ও জনতা।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম শহর থেকে কেরানীহাট পর্যন্ত ৮০ টাকা, লোহাগাড়ার আমিরাবাদ থেকে ১০০ টাকা, প্রতিটি বাসে ভাড়ার তালিকা টানানো, বৃহস্পতি, শুক্র ও শনিবারের অজুহাতে ভাড়া বেশি নেওয়া যাবে না, টিকিট ছাড়া সব গাড়িতে কেরানীহাট ও আমিরাবাদের যাত্রী নিতে হবে এবং সরকারি যে কোনো বন্ধের দিন ভাড়া ৮০ টাকা নির্ধারিত থাকতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্র ও শনিবার সরকারি বন্ধের দিন। যে কারণে আগের দিন বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়ি ফেরে লোকজন। আবার ছুটি কাটিয়ে শনিবার বাড়ি থেকে চট্টগ্রাম শহরের দিকে ফেরেন। এ কারণে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতি ও শনিবার যাত্রীর চাপ বেশি থাকে। এই সুযোগে বাস ভাড়া বাড়িয়ে দেন চালক ও হেলপাররা। সাধারণত চট্টগ্রাম শহর-কেরানীহাট বাজার পর্যন্ত বাস ভাড়া ৮০ টাকা, চট্টগ্রাম শহর-আমিরাবাদ পর্যন্ত ১০০ টাকা। অথচ সুযোগ বুঝে নেওয়া হচ্ছে ১৫০-২০০ টাকা।

আন্দোলনকারীদের মধ্যে সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাঈদ হোসেন মানিক জানান, গণপরিবহনের ভাড়া নিয়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। বছরের পর বছর চলে আসা বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনো সমাধানের উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করতে হয়েছে।

অবরোধে নেতৃত্ব দেন কলেজ শিক্ষার্থী মো. ফরহাদ, মো. হাসান, মো. সাকিব, মো. শাহরিয়া, মো. সাঈদ ও মো. আরাফাত নামে এক পরিবহন শ্রমিক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমার ভাষ্য, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে দাবি আদায়ের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। 

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে যাত্রীরা অনেক আগে থেকে প্রতিবাদ করে আসছিলেন। বিষয়টি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বসে সমাধানের চেষ্টা করেছিলাম। সমাধানের আগেই যাত্রী ও সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করে।’

আরকান মহাসড়ক বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি আগামীতে মালিক, চালক ও যাত্রীদের নিয়ে বৈঠকে বসে সুরাহার চেষ্টা করা হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ