বরিশাল বোর্ডে পাসের হার সর্বনিম্ন, ফেল বেশি গণিত ও ইংরেজিতে
Published: 10th, July 2025 GMT
চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার আশঙ্কাজনকভাবে কমেছে। একই সঙ্গে জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা কমে অর্ধেক হয়েছে। এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার বরিশাল বোর্ডে সর্বনিম্ন।
২০০২ সালে প্রতিষ্ঠিত বরিশাল বোর্ড প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত এটাই সর্বনিম্ন পাসের হার কি না তা বোর্ড কর্মকর্তারা তাৎক্ষণিক জানাতে পারেননি। তবে গত ১০ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন তা নিশ্চিত করেছেন চেয়ারম্যান অধ্যাপক মো.
গতবছর বরিশাল বোার্ডে পাসের হার ছিলো ৮৯ দশমিক ১৩ শতাংশ। এর আগে ২০২৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।
বিগত বছরের ফলের সঙ্গে তুলনা করলে এ বছর বিপর্যয় হয়েছে- এমনটা মানতে নারাজ বোর্ড চেয়ারম্যান। তিনি সমকালকে বলেন, ‘দেশের শিক্ষা সেক্টরে শৃঙ্খলা ফিরেছে। যারা লেখাপড়া করবেন তারাই পাস করবেন। প্রকৃত মেধাবীরাই এবার পাশ করেছেন।’
তিনি বলেন, গণিত ও ইংরেজিতে বেশি ফেল করায় পাশের হার আশঙ্কাজনকভাবে কমেছে।
বৃহস্পতিবার ঘোষিত ফলে দেখা গেছে, এ বছর বরিশাল বোর্ডে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী ৩ হাজার ১১৪ জন। যা গতবছর ছিলো ৬ হাজার ১৪৫ জন। এ বছর বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৮৪ হাজার ৭০২ জন। পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল এসএসস বর শ ল ব র ড র বর শ ল ব এ বছর ব
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে