দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলার পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজই যুবারা রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

রাজশাহী ও সিলেটে ক্যাম্পের পর ক্রিকেটাররা এবার যাচ্ছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মিশনে।

আগামীকাল বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছবে। পরদিন থেকে শুরু হয়ে যাবে অনুশীলন। ১৭ জুলাই প্রথম ওয়ানডের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ১৪ জুলাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক দলের বিপক্ষে ম্যাচটি হবে।

আরো পড়ুন:

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি পরিসংখ্যান

র‌্যাংকিংয়ে জাকের-তাওহীদের উন্নতি

১৭, ১৯ ও ২২ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে বেনোনির উইলোমোর পার্কে। দুই দল একই সঙ্গে ২৩ জুলাই জিম্বাবুয়ে উড়াল দেবে।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি হবে আগস্টে। ৪ আগস্ট জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে খেলবে। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একদিন পর ৮ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে এই সিরিজ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ফাইনাল খেলতে পারলে আরেকটি ওয়ানডে বাড়বে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস গ্রাউন্ডে। জিম্বাবুয়ে সময় সকাল ৯টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

১১ আগস্ট যুবারা দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

দুই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এর আগে তাদের ফটোসেশন হয়েছে মিরপুরে একাডেমি ভবনের সামনে।

বাংলাদেশ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মো.

আব্দুল্লাহ, রিফাত বেগ ও স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই:
শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার আজমির, মো. সবুজ ও ফারহান শাহরিয়ার। 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগস ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ