ছুটির দুই দিনের পর গতকাল রোববার অমর একুশে বইমেলায় লোকসমাগম ছিল কম। পরিবেশ ছিল বেশ নিরিবিলি। যাঁরা প্রকৃতই বই কিনতে মেলায় যান, তাঁদের জন্য এ রকম পরিবেশ ভালো। স্বস্তির সঙ্গে ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজে নেওয়া যায়। কিন্তু বই কেনার মতো গ্রন্থানুরাগীর সংখ্যা খুব বেশি নয়। সে কারণে মেলায় লোকসমাগম কম হলে বিক্রিও কমে যায়।
গতকাল সন্ধ্যায় অন্য প্রকাশের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজুল কবির চৌধুরী বললেন, তাঁদের স্টলে বিক্রি ভালো। কারণ, হুমায়ূন আহমদসহ জনপ্রিয় লেখকদের বই তাঁদের আছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে লোকসমাগম কম হলে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ে। তিনি বললেন, এবার শুরুর দিন থেকেই মেলায় লোকজনের উপস্থিতি ভালো ছিল। তাঁরা এবারও বেশ কিছু তরুণ লেখকের সৃজনশীল বই এনেছেন। এসব তরুণ তাঁদের নিজস্ব পাঠকশ্রেণি গড়ে তুলতে পেরেছেন।
সন্ধ্যায় কবি ফরিদ কবির ও কথাশিল্পী নাসরীন জাহান ছিলেন অন্যপ্রকাশের প্যাভিলিয়নে। ফরিদ কবির জানালেন, এবার এখান থেকে আসবে তাঁর প্রথম উপন্যাস নীল মাকখির চোখ। নাসরিন জাহান জানালেন, বিদ্যাপ্রকাশ থেকে এসেছে তাঁর গল্পগ্রন্থ বখতিয়ারের বানরগুলি। আর বেঙ্গল বুকস থেকে আসবে উপন্যাস পালকের চিহ্নগুলি। তাঁরা বললেন মেলার নিরাপত্তা যেমন নিশ্চিত করা দরকার, তেমনি সব ধরনের মানুষ যেন নিরাপদে মেলায় আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ৯৭টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে সুবর্ণ এনেছে বিশিষ্ট অভিনয়শিল্পী আবুল হায়াতের জীবনী রবি পথ, প্রথমা এনেছে শিবব্রত বর্মনের উপন্যাস শোধ, সাহিত্য কথা এনেছে ইতিহাসবিষয়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা, মূল লেখক নাঈম হক, অনুবাদ নাদিরা মজুমদার। অন্যপ্রকাশ এনেছে আশরাফ কায়সারের কবিতা গাছ নেই ছায়া পড়ে আছে, অনন্যা এনেছে আনজীর লিটনের নির্বাচিত কিশোর গল্প-উপন্যাস, ঐতিহ্য এনেছে নাগিব মাহফুজের কায়রো ট্রিলজি: প্যালেস ওয়াক, প্যালেস অব ডিজায়ার, সুগার স্ট্রিট, অনুবাদ আনোয়ারা হোসেইন মঞ্জু; কথাপ্রকাশ এনেছে সুন্দরবন ও বনজীবী মানুষের জীবনালেখ্য নিয়ে সাদিয়া মাহ্জাবীন ইমামের বনের মানুষ মানুষের বন, পাঞ্জেরী এনেছে তপন বাগচীর উপন্যাস শেষ দৃশ্যের আগে, আগামী এনেছে মুস্তফা মজিদ সম্পাদিত আদিবাসী সংস্কৃতি।
প্রথমার স্টলে গতকাল যেসব বই বেশি চলেছে, তার মধ্যে ছিল বদরুল আলম খানের সোভিয়েত রাশিয়া ভাঙল কেন, বিরূপাক্ষ পালের বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব, জহির রায়হানের অগ্রন্থিত গল্পগুচ্ছ: যখন যন্ত্রণা, অদ্বৈত মল্লবর্মণ অনূদিত আরভিং স্টোনের উপন্যাস জীবন-তৃষা।
গতকাল মেলার মূলমঞ্চে ছিল ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা। আতাহার খানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ; আলোচনা করেন আসিফ হায়দার ও শাওন্তী হায়দার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪,৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুদক
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সচিব আহমদ কায়কাউসের বিরুদ্ধে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম। গতকাল বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক গত ১৬ এপ্রিল এ নিয়ে আদেশ জারি করলেও গতকালই বিষয়টি জানাজানি হয়। দুদকের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছেন আহমদ কায়কাউস। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ চুক্তি-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা প্রয়োজন। এ জন্য চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় নথিপত্রের সত্যায়িত ফটোকপি, বিদ্যুৎ কেনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবি, বর্তমান ঠিকানা এবং এ নিয়ে কোনো বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা– খতিয়ে দেখতে হবে।
আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি শুরু থেকেই বিতর্কিত। ২৫ বছরের এ চুক্তির পদে পদে রয়েছে অসমতা। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে, যেগুলোর কারণে ২৫ বছরে প্রায় ৩ লাখ ৭৫ হাজার কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি।