ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে তালা
Published: 12th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতি দেওয়া চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জাপানিজ স্টাডিজ বিভাগে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসসহ সব কক্ষে তালাবদ্ধ।
এছাড়া, দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.
জানা গেছে, বুধবার জাপানিজ স্টাডিজ বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে পূর্ববর্তী কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রফেশনাল মাস্টার্সে পরীক্ষা ছাড়া ছাত্রলীগ কর্মীকে ভর্তির অভিযোগে এনে তাকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অপসারণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “এ অভিযোগের প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি বিভাগের ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীদের স্বাক্ষরসহ উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে প্রশাসন থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল বলেন, “মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চলবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঢাবি প্রশাসন থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন (সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম) কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মডেল মেঘনা আলমের জামিন
রাজধানীর ধানমন্ডি থানায় করা চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. সানাউল্লাহ আজ সোমবার এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোক বলেন, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ এপ্রিল মামলাটি হয়। মেঘনা আলম ও তাঁর পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার মেঘনা আলমের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ এপ্রিল এই মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এই মামলায় মেঘনা আলম ও তাঁর পরিচিত ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়।
আরও পড়ুনশুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক ছিল, আদালতে মডেল মেঘনা১৭ এপ্রিল ২০২৫৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পরদিন ১০ এপ্রিল রাতে আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। তিনি এখন কারাগারে। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এদিকে মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া ও আটকাদেশের বৈধতা নিয়ে তাঁর বাবা বদরুল আলম সম্প্রতি হাইকোর্টে একটি রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন।
আরও পড়ুনকূটনীতিকের কাছে ৫ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ মেঘনা আলমের বিরুদ্ধে১৭ এপ্রিল ২০২৫রুলে পরোয়ানা ছাড়া বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার, কারণ না জানিয়ে গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টার বেশি হেফাজতে রাখা ও আইনজীবীর সুযোগ না দেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেওয়া আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চান আদালত।
আরও পড়ুনএবার চাঁদাবাজি–প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো১৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনমেঘনা আলম যে প্রক্রিয়ায় আটক, তা সঠিক হয়নি: আসিফ নজরুল১৩ এপ্রিল ২০২৫