কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নীলা আক্তার (১৭) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছোট বোন নিহা আক্তার (৯)। আহত হয়েছেন বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০)।

শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে। নিহত নীলা গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, আজ বিকেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান সপরিবারে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি বেড়াতে যান। সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়।

আরো পড়ুন:

যুবদলের বহিষ্কৃত সেই নেতাকে গুলির পর রগ কেটে হত্যা

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিন জনকে উদ্ধার করলেও নিহা আক্তারকে খুঁজে পাওয়া যায়নি। দ্রুত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।’’

ঢাকা/রুমন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ