ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন
Published: 11th, July 2025 GMT
জাকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র এবং এর ডিজিটাল প্লাটফর্মের (ফেসবুক ও ইউটিউব) উদ্বোধন। শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপক, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শহরের শিক্ষা, শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্টজনরাও অনুষ্ঠানে অংশ নেন।
ঐক্যতান পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঐক্যতানের লক্ষ্য ও শ্রমের মাধ্যমে এই নতুন যাত্রায় শিশু তরুণদের মধ্যে শিল্পসত্তার বিকাশ ঘটিয়ে একটি প্রকৃত সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলবে। ডিজিটাল প্লাটফর্মে নিয়মিত প্রচারিত হবে শিক্ষার্থীদের সংবাদ, উপস্থাপনা, বিতর্কসহ নানা সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সচেতনতা বিষয়ক টকশো।
ঐকতানের শিক্ষার্থীদের মনোজ্ঞ সংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আকর্ষণ ছিল ‘সং ফর গুড’ ব্যান্ডের সংগীতানুষ্ঠান। এই পরিবেশনায় জনপ্রিয় শিল্পী প্রফুল্ল আংশুমান এবং আশীষ ভট্টাচার্য্য গান পরিবেশন করেন। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং ঐকতান এর সহযোগিতায় বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ২০০ অংশগ্রহণকারীর মধ্যে ১০০ জনকে পুরস্কৃত করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন ঐকত ন উপস থ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন