১. দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এক বিশেষ অভিযান শুরু করা হয়—

ক. ৪ ফেব্রুয়ারি ২০২৫

খ. ৬ ফেব্রুয়ারি ২০২৫

গ. ৮ ফেব্রুয়ারি ২০২৫

ঘ. ১০ ফেব্রুয়ারি ২০২৫

উত্তর: গ. ৮ ফেব্রুয়ারি ২০২৫

২. ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—

ক.

৮৭তম

খ. ৯৩তম

গ. ৯৬তম

ঘ. ১০০তম

উত্তর: খ. ৯৩তম

আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫২২ ঘণ্টা আগে

৩. উইন্ডোজে ইউনিকোডভিত্তিক বাংলা লেখার জন্য অভ্র কি–বোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়—

ক. ১ জানুয়ারি ২০০৫

খ. ১৬ ডিসেম্বর ২০০১

গ. ২১ ফেব্রুয়ারি ২০০৭

ঘ. ২৬ মার্চ ২০০৩

উত্তর: ঘ. ২৬ মার্চ ২০০৩

৪. বিবিএসের চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে—

ক. ৪ দশমিক ২২ শতাংশ

খ. ৪ দশমিক ৭৯ শতাংশ

গ. ৩ দশমিক ৫৬ শতাংশ

ঘ. ৫ দশমিক ০২ শতাংশ

উত্তর: ক. ৪ দশমিক ২২ শতাংশ

৫. জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান—

ক. ২ টাকা

খ. ৫ টাকা

গ. ১০ টাকা

ঘ. ২০ টাকা

উত্তর: গ. ১০ টাকা

৬. ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—

ক. ১১তম

খ. ১৪তম

গ. ১৬তম

ঘ. ১৭তম

উত্তর: খ. ১৪তম; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

৭. প্রথমবারের মতো বাফুফের আনুষ্ঠানিক কিট স্পনসর করবে কোন ব্র্যান্ড?

ক. অ্যাপেক্স

খ. খেলা ঘর

গ. ওয়াকার

ঘ. দৌড়

উত্তর: ঘ. দৌড়

আরও পড়ুননাসা ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১ ঘণ্টা আগে

৮. বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি?

ক. ২৩৭টি

খ. ২১৩টি

গ. ২৭৭টি

ঘ. ১৯৬টি

উত্তর: ক. ২৩৭টি

৯. ২০২৫ সালে সাংবাদিকতায় ‘একুশে পদক’–এর জন্য মনোনীত হয়েছেন—

ক. মাহফুজ উল্লা (মরণোত্তর)

খ. মাহমুদুর রহমান

গ. মঈদুল হাসান

ঘ. মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)

উত্তর: ক. মাহফুজ উল্লা (মরণোত্তর)

১০. বিপিএলের এবারের আসরের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন—

ক. তানজিদ হাসান

খ. তামিম ইকবাল

গ. মেহেদী হাসান মিরাজ

ঘ. তাসকিন আহমেদ

উত্তর: গ. মেহেদী হাসান মিরাজ

১১. সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬ টি

উত্তর: খ. ৪টি

১২. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়—

ক. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার

খ. ২ হাজার ৩৬৭ মার্কিন ডলার

গ. ২ হাজার ২২৮ মার্কিন ডলার

ঘ. ২ হাজার ৮৯০ মার্কিন ডলার

উত্তর: ক. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার

১৩. সম্প্রতি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্প থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে—

ক. ইন্দোনেশিয়া

খ. ব্রাজিল

গ. অস্ট্রিয়া

ঘ. পানামা

উত্তর: ঘ. পানামা

আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ১২ ফেব্রুয়ারি ২০২৫

১৪. জাতিসংঘের বর্তমান মানবাধিকারবিষয়ক হাইকমিশনার—

ক. মিশেল বাশলে

খ. নাভি পিল্লাই

গ. ফলকার টুর্ক

ঘ. কেট গিলমোর

উত্তর: গ. ফলকার টুর্ক

১৫. ২০২৫ সালের এয়ারলাইনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে—

ক. কাতার এয়ারওয়েজ

খ. কোরিয়ান এয়ার

গ. এয়ার ফ্রান্স

ঘ. সিঙ্গাপুর এয়ারলাইনস

উত্তর: খ. কোরিয়ান এয়ার

১৬. ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ গঠিত হয় কবে?

ক. ২৬ জুন ২০২৪

খ. ২৯ জুন ২০২৪

গ. ১ জুলাই ২০২৪

ঘ. ৭ জুলাই ২০২৪

উত্তর: গ. ১ জুলাই ২০২৪

আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪০৬ ফেব্রুয়ারি ২০২৫

১৭. ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে অবস্থানকারী দেশ—

ক. যুক্তরাষ্ট্র

খ. সিঙ্গাপুর

গ. সুইডেন

ঘ. নিউজিল্যান্ড

উত্তর: খ. সিঙ্গাপুর

১৮. সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে?

ক. নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

খ. ধামইরহাট, নওগাঁ

গ. শেরপুর, ময়মনসিংহ

ঘ. কলারোয়া, সাতক্ষীরা

উত্তর: ক. নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

১৯. মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা—

ক. চন্দ্রগুপ্ত মৌর্য

খ. অশোক

গ. বিন্দুসার

ঘ. বিষ্ণুগুপ্ত

উত্তর: ক. চন্দ্রগুপ্ত মৌর্য

২০. বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার (রেপো রেট)—

ক. ৮ দশমিক ৫ শতাংশ

খ. ৯ শতাংশ

গ. ৯ দশমিক ৫ শতাংশ

ঘ. ১০ শতাংশ

উত্তর: ঘ. ১০ শতাংশ

* লেখক: নওশিন সাদিয়া, শিক্ষার্থী

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৫ স ল দশম ক

এছাড়াও পড়ুন:

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অপারেশনস ডিভিশনে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-এও)’ পদে কর্মী নিয়োগে গতকাল মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গতকাল থেকেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৩৬৩৩ ঘণ্টা আগে

ব্যাংকের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-এও)

বিভাগ: অপারেশনস ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ব্যাংকের বর্তমান বেতনকাঠামো অনুযায়ী প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, কর্মদক্ষতা বোনাস, চিকিৎসা খরচ ও মাতৃত্বকালীন ভাতা এবং নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা।

আবেদনকারী প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আরও পড়ুননেদারল্যান্ডসের এনএল বৃত্তি, ৫ হাজার ইউরোসহ নানা সুবিধা৩ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা

* বিজনেসে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ–৪–এর মধ্য ৩ থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৫।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এল ২১ টন কচুর মুখি
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • ভারত থেকে এল ১২ টন কচুরমুখি 
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার
  • আখাউড়া দিয়ে ভারত থেকে এলো সাড়ে ১২ টন জিরা