আমরা আদর করি চুমু খাই, হাঁটুর বয়েসি প্রেমিকাকে নিয়ে কবীর সুমন
Published: 14th, February 2025 GMT
ভালোবাসা দিবসে প্রেমিকার ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন পঁচাত্তরের প্রেমিক কবীর সুমন। যে তরুণীর ছবি প্রকাশ করেছেন, তার নাম সৌমি বসু মল্লিক। পেশায় শিক্ষিকা।
কবীর সুমনের পাশে হাঁটুর বয়েসি তরুণীকে দেখে অনেক ভক্ত-অনুরাগী প্রশংসা করছেন, কেউ কেউ যে বাঁকা চোখে দেখছেন না তা-ও কিন্তু নয়। যে যেভাবেই দেখুক না কেন, কবীর সুমনের জীবনে ফের নিঃশব্দে প্রেম এসেছে। তার ভাষায়— “এসেছো প্রেম, এসেছো আজ কী মহা সমারোহে।”
সৌমি বসু মল্লিকের সঙ্গে কবীর সুমন। ফাগুনের সকালে ছবিটি প্রকাশ করেন গানওয়ালা
আরো পড়ুন:
রঙিন ফাগুনে প্রেমিকার ছবি প্রকাশ করলেন পঁচাত্তরের কবীর সুমন!
কিস ডে: অভিনেত্রী ঋর চুমু বৃত্তান্ত
সৌমি কি হয় তা ব্যাখ্যা কবীর সুমন বলেন, “সৌমি আমার প্রাণের বন্ধু, আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। রাতে আমার একা থাকা বারণ। যে দু’-তিনজন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমি তাদের মধ্যে একজন। সে আমায় ওষুধ দেয়; খাওয়াদাওয়ার দেখভাল করে।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির পেছনের ঘটনা বর্ণনা করে কবীর সুমন বলেন, “সৌমি স্কুলে চাকরি করে। সকালে ঘুম থেকে উঠে এবং বেরিয়ে যায়। আজ যখন বের হচ্ছিল, তখন বললাম, একটা ছবি তুলি! বারান্দায় গিয়ে তখনই ছবিটি তোলা হয়।”
কবীর সুমন আলাপের শুরুতে সৌমিকে ‘প্রাণের বন্ধু’ বললেও ‘প্রেমিকা’ বলতে আড়ষ্ট বোধ করেন। কিন্তু পরের দিকে ‘প্রেমিকা’ বলেই মানেন। ভালোবাসা দিবসে ‘প্রেমিকার’ সঙ্গে সময় কাটানোর ইচ্ছাও প্রকাশ করেন এই গায়ক।
কবীর সুমন বলেন, “প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।”
অঙ্কের হিসাবে কবীর সুমনের বয়স হয়েছে। কিন্তু সত্যি কি তার বয়স হয়েছে? তার ভাষায়, “বয়স হয় না মানে? হয়, হয়, তবে তা শরীরে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।