আমরা আদর করি চুমু খাই, হাঁটুর বয়েসি প্রেমিকাকে নিয়ে কবীর সুমন
Published: 14th, February 2025 GMT
ভালোবাসা দিবসে প্রেমিকার ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন পঁচাত্তরের প্রেমিক কবীর সুমন। যে তরুণীর ছবি প্রকাশ করেছেন, তার নাম সৌমি বসু মল্লিক। পেশায় শিক্ষিকা।
কবীর সুমনের পাশে হাঁটুর বয়েসি তরুণীকে দেখে অনেক ভক্ত-অনুরাগী প্রশংসা করছেন, কেউ কেউ যে বাঁকা চোখে দেখছেন না তা-ও কিন্তু নয়। যে যেভাবেই দেখুক না কেন, কবীর সুমনের জীবনে ফের নিঃশব্দে প্রেম এসেছে। তার ভাষায়— “এসেছো প্রেম, এসেছো আজ কী মহা সমারোহে।”
সৌমি বসু মল্লিকের সঙ্গে কবীর সুমন। ফাগুনের সকালে ছবিটি প্রকাশ করেন গানওয়ালা
আরো পড়ুন:
রঙিন ফাগুনে প্রেমিকার ছবি প্রকাশ করলেন পঁচাত্তরের কবীর সুমন!
কিস ডে: অভিনেত্রী ঋর চুমু বৃত্তান্ত
সৌমি কি হয় তা ব্যাখ্যা কবীর সুমন বলেন, “সৌমি আমার প্রাণের বন্ধু, আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। রাতে আমার একা থাকা বারণ। যে দু’-তিনজন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমি তাদের মধ্যে একজন। সে আমায় ওষুধ দেয়; খাওয়াদাওয়ার দেখভাল করে।”
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবির পেছনের ঘটনা বর্ণনা করে কবীর সুমন বলেন, “সৌমি স্কুলে চাকরি করে। সকালে ঘুম থেকে উঠে এবং বেরিয়ে যায়। আজ যখন বের হচ্ছিল, তখন বললাম, একটা ছবি তুলি! বারান্দায় গিয়ে তখনই ছবিটি তোলা হয়।”
কবীর সুমন আলাপের শুরুতে সৌমিকে ‘প্রাণের বন্ধু’ বললেও ‘প্রেমিকা’ বলতে আড়ষ্ট বোধ করেন। কিন্তু পরের দিকে ‘প্রেমিকা’ বলেই মানেন। ভালোবাসা দিবসে ‘প্রেমিকার’ সঙ্গে সময় কাটানোর ইচ্ছাও প্রকাশ করেন এই গায়ক।
কবীর সুমন বলেন, “প্রেম দিবসের পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।”
অঙ্কের হিসাবে কবীর সুমনের বয়স হয়েছে। কিন্তু সত্যি কি তার বয়স হয়েছে? তার ভাষায়, “বয়স হয় না মানে? হয়, হয়, তবে তা শরীরে।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।