ইসলাম কি কোনো ধর্ম নাকি জীবনবিধান?
Published: 17th, February 2025 GMT
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। ইসলামের বর্তমান অনুসারীর সংখ্যা প্রায় ২০০ কোটি, যা বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ২৪ দশমিক ৪ শতাংশ। (‘হোয়াই ইসলাম ইজ দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন’, পিউ রিসার্চ সেন্টার, মাইকেল লিপিকা অ্যান্ড কনরড হাসিকেট)
ইসলাম মূলত কী? এটা কি কোনো ধর্ম, নাকি জীবনবিধান? নাকি কোনো দর্শন বা সংস্কৃতি? ইসলাম আরবি শব্দ। মূল ধাতু ‘সিলমুন’ থেকে শব্দটি উৎপন্ন হয়েছে। কোনো কোনো অভিধানকারের মতে, ইসলামের শাব্দিক অর্থ ‘শান্তি’ ও ‘আত্মসমর্পণ’। (হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইয়াসির ক্বাদি, অনুবাদ: আলী আহমদ মাবরুর, গার্ডিয়ান পাবলিকেশন্স, পৃষ্ঠা ১১৭) কোনো কোনো অভিধানকার বলেছেন, ইসলাম শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। এর মধ্যে আছে ‘অনুগত হওয়া’ বা ‘আনুগত্য করা’, ‘মেনে নেওয়া’, ‘বিনম্র হওয়া’, ‘নিরাপত্তা’ এবং ‘সমর্পণ’ ইত্যাদি।
আরও পড়ুনমহানবী (সা.)–র রাজনৈতিক তৎপরতা২৩ আগস্ট ২০২৩
শরিয়তের পরিভাষায় ইসলাম হলো, ‘তাওহিদের স্বীকৃতি প্রদান করার মাধ্যমে আল্লাহ–তাআলার কাছে আত্মসমর্পণ করা এবং একমাত্র তাঁর আনুগত্য গ্রহণ করা। বিনাদ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর প্রদত্ত জীবনবিধান অনুসারে জীবন যাপন করা।’ (শারহুল আকাইদিন নাসাফিয়্যা, পৃষ্ঠা ৯১) আর ইসলামি জীবনবিধান মোতাবেক যিনি বা যাঁরা জীবন যাপন করেন, তিনি বা তাঁরা হলেন ‘মুসলিম’। (দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ৩৩)
আভিধানিকভাবে ইমানের সম্পর্ক বিশ্বাসের দিকে বা সঙ্গে আর ইসলামের সম্পর্ক কর্মের দিকে বা সঙ্গে। (কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আস-সুন্নাহ পাবলিকেশন্স, পৃষ্ঠা ২৭)
আল্লাহ–তাআলার পক্ষ থেকে মুহাম্মদ (সা.) অকাট্যভাবে প্রমাণিত যে আদর্শ ও বিধিবিধান নিয়ে এসেছেন, তা মনে-প্রাণে বিশ্বাস ও অনুসরণ করার নাম ইসলাম (কাওয়াইদুল ফিকহ, মুফতি আমীমুল এহসান, পৃষ্ঠা ১৭৭)
আরও পড়ুনসুরা কাফে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টির কারণ২০ আগস্ট ২০২৩আল্লাহ–তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘বলুন! আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন ও মরণ জগৎসমূহের মালিকের উদ্দেশ্যে। তাঁর কোনো শরিক নেই। আর আমি এ জন্যই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম মুসলিম।’ (সুরা আনআম, আয়াত: ১৬২-১৬৩)
ইসলামের সংজ্ঞা বা পরিচয়ের বিষয়টি সবচেয়ে সহজভাবে বিখ্যাত হাদিসে জিব্রাইল থেকে পাওয়া যায়। হজরত জিব্রাইল (আ.) একবার মানুষের বেশে উপস্থিত হয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন! রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আল্লাহ–তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ বা ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল—এ কথার সাক্ষ্য প্রদান করা, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজান মানে রোজা রাখা এবং সামর্থ্যবানের জন্য হজ পালন করা, এটাই হলো ইসলাম।’ রাসুলুল্লাহ (সা.)-এর উত্তর শুনে জিব্রাইল (আ.) বললেন, ‘আপনি সত্য বলেছেন।’ (বুখারি, হাদিস: ৮)
আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণনায় আছে যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচটি স্তম্ভের ওপর ইসলাম প্রতিষ্ঠিত। স্তম্ভগুলো হলো—১. আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. নামাজ কায়েম করা। ৩. জাকাত আদায় করা। ৪. রমজান মাসে রোজা রাখা এবং ৫. সামর্থ্য হলে হজ পালন করা। (মুসলিম, হাদিস: ১৬)
আরও পড়ুনসাহাবিদের যুগে বিয়ে০৮ এপ্রিল ২০২৩ইসলাম আল্লাহ–তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া একমাত্র মনোনীত ও চূড়ান্ত বা পরিপূর্ণ ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করতে চাইলে তা কবুল বা গ্রহণযোগ্য হবে না। পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা ইরশাদ করেছেন, ‘ইসলাম আল্লাহ–তাআলা কর্তৃক মনোনীত একমাত্র দ্বীন বা ধর্ম।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৯)
এ ব্যাপারে আরও ইরশাদ হয়েছে, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। (সুরা মায়েদা, আয়াত: ৩)
প্রসিদ্ধ তাফসির–বিশারদ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘এই আয়াত পবিত্র কোরআন নাজিলের শেষ দিককার আয়াত। এরপর বিধিবিধান–সম্পর্কিত আর কোনো আয়াত নাজিল হয়নি। হজরত আদম (আ.)-এর যুগ থেকে যে সত্য ধর্ম ও খোদায়ি নিয়ামতের অবতরণ ও প্রচলন শুরু হয়েছিল এবং পরবর্তী প্রত্যেক যুগে প্রত্যেক ভূখণ্ডের অবস্থা অনুযায়ী আদম সন্তানের মধ্যে নিয়ামত বণ্টনের যে ধারা অব্যাহত ছিল, আজ সে নিয়ামত ও ধর্ম পরিপূর্ণ আকারে শেষ নবী মুহাম্মদ (সা.) ও তাঁর উম্মতকে প্রদান করা হলো।’ (তাফসীরে মাআরেফুল কোরআন, মুফতি মুহাম্মাদ শফী, অনুবাদ: মাওলানা মুহিউদ্দীন খান, পৃষ্ঠা ৩০৯)
আরও পড়ুনবিজ্ঞ ও সাহসী সাহাবি আবদুর রহমান ইবনে আউফ (রা.)১২ জুলাই ২০২৩পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, ‘কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল হবে না। (সুরা আলে ইমরান, আয়াত: ৮৫)
বস্তুত ইসলাম সব নবী-রাসুলের অভিন্ন ধর্ম। প্রথম নবী আদম (আ.) থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত সবাই এ ধর্ম বা জীবনবিধানের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন। (দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ৩৩) মোট কথা, আল্লাহর প্রেরিত সব নবী-রাসুলের প্রচারিত ধর্মে মৌলিকভাবে কোনো পার্থক্য ছিল না। তবে প্রত্যেক নবী-রাসুলকে আলাদা বা ভিন্ন শরিয়ত দান করা হয়েছিল। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা ইরশাদ করেছেন, ‘আমি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা শরিয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। (সুরা মায়েদা, আয়াত: ৪৮)
হজরত ইব্রাহিম (আ.) সর্বপ্রথম নিজ ধর্মকে ‘ইসলাম’ নামে এবং তাঁর অনুসারীদের ‘উম্মতে মুসলিমা’ নামকরণে অভিহিত করেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি আগে তোমাদের নামকরণ করেছেন মুসলিম।’ (সুরা হজ, আয়াত: ৭৮)
আরও পড়ুনদেখতে মনে হয়েছে পরাজয়, আল্লাহ বলেছেন বিজয়১৮ আগস্ট ২০২৩ইসলামই মানুষের স্বভাবজাত ধর্ম। দ্বীনে ফিতরাত বা সহজাত জীবনবিধান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক শিশু স্বভাবসুলভ সহজাত প্রকৃতির (ইসলামের) ওপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিষ্টান বা আগুনপূজারি বানায়। (বুখারি, হাদিস: ১৩৫৮)
হজরত আদম (আ.) থেকে শুরু করে বিভিন্ন যুগের বিভিন্ন নবী-রাসুলের মাধ্যমে ইসলাম ধর্মের যে ধারা যুগে যুগে অনুসৃত হয়েছে, রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে সে ধারার পরিপূর্ণ পরিসমাপ্তি ঘটেছে। তিনিই সর্বশেষ নবী। আখেরি রাসুল। তারপরে আর কোনো নবী বা রাসুলের আগমন এ ধরাতে ঘটবে না এবং তাঁর মাধ্যমে পূর্ববর্তী সব নবী-রাসুলের শরিয়ত বা জীবনবিধান রহিত হয়েছে। সুতরাং বর্তমানে এবং ভবিষ্যতে—কিয়ামত পর্যন্ত ইসলাম বলতে রাসুলুল্লাহ (সা.) কর্তৃক আনীত দ্বীন তথা জীবনবিধানকে বোঝা হবে। (দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ৩৪)
আরও পড়ুনবাল্যবিবাহ নিয়ে ইসলামের অভিজ্ঞতা কী১২ আগস্ট ২০২৩উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ ত আল জ বনব ধ ন ইসল ম র ইসল ম ক কর ছ ন বল ছ ন দ ন কর আগস ট
এছাড়াও পড়ুন:
পেপ্যাল, সিন্ধু চুক্তি, কালাপানি, পুটুনির দ্বীপ, ডিপ সি স্পেস স্টেশন কী, জেনে নিন বিস্তারিত
১.
বাংলাদেশের কয়টি স্থান ‘Ramsar Siites’–এর অন্তর্ভুক্ত?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তর: খ. ৩ টি
২.
ঢাকার বাইরে প্রথম মালবাহী বা কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর—
ক. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
খ. শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম
গ. শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী
ঘ. সৈয়দপুর বিমানবন্দর
উত্তর: ক. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট
৩.
বাজারে প্রচলিত সারের তুলনায় প্রায় ৮২ শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন—
ক. ড. ফ্রেডেরিক কেন্ডিরগি
খ. ড. হ্যারিসন ইউন
গ. ড. আবুল ফজল আখতারুজ্জামান
ঘ. ড. জাভেদ হোসেন খান
উত্তর: ঘ. ড. জাভেদ হোসেন খান
আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৩ ঘণ্টা আগে৪.
জনপ্রিয় ই-কমার্স কোম্পানি পেপ্যাল (PayPal) কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. যুক্তরাষ্ট্র
খ. জার্মানি
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন
উত্তর : ক. যুক্তরাষ্ট্র
৫.
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’তে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কোন আন্তর্জাতিক সংস্থা?
ক. জাতিসংঘ
খ. বিশ্বব্যাংক
গ. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
ঘ. আন্তর্জাতিক আদালত
উত্তর: খ. বিশ্বব্যাংক
৬.
‘জন্মই আমার আজন্ম পাপ’—উক্তিটি কার?
ক. দাউদ হায়দার
খ. সৈয়দ শামসুল হক
গ. রফিক আজাদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তর: ক. দাউদ হায়দার
৭.
বর্তমানে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
ক. সপ্তম
খ. নবম
গ. দশম
ঘ. দ্বাদশ
উত্তর: খ. নবম
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫৮.
১৯৯১ সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মার্কিন সামরিক বাহিনীর ত্রাণ অভিযান কী নামে পরিচিত?
ক. অপারেশন ওমেগা
খ. ওভারল্যান্ড রিলিফ অপারেশন
গ. অপারেশন রিস্টোর হোপ
ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল
উত্তর: ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল
৯.
বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. জাপান
ঘ. চীন
উত্তর: গ. জাপান
১০.
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এক ঠিকানায় সব নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে কোন নতুন সেবা আউটলেট চালু করা হচ্ছে?
ক. নাগরিক সেবা বাংলাদেশ
খ. জনসেবা কেন্দ্র
গ. সরকারি হেল্প সেন্টার
ঘ. ডিজিটাল সার্ভিস হাব
উত্তর: ক. নাগরিক সেবা বাংলাদেশ (সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’)
১১.
সম্প্রতি অনুষ্ঠিত কানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী দল—
ক. লিবারেল পার্টি
খ. কনজার্ভেটিভ পার্টি
গ. নিউ ডেমোক্রেটিক পার্টি
ঘ. গ্রীন পার্টি
উত্তর: ক. লিবারেল পার্টি (টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে)
আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫১২.
বিখ্যাত হে মার্কেট ট্র্যাজেডি কত সালে সংঘটিত হয়, যা পরবর্তী সময়ে মে দিবসের ভিত্তি স্থাপন করে?
ক. ১৮৫৮ সালে
খ. ১৮৮৬ সালে
গ. ১৮৯৬ সালে
ঘ. ১৯৩৪ সালে
উত্তর: খ. ১৮৮৬ সালে
১৩.
১৮৮৬ সালের মে দিবসের শ্রমিক আন্দোলনের প্রধান দাবি কী ছিল?
ক. বেতন বৃদ্ধি
খ. কর্মঘণ্টা হ্রাস
গ. ট্রেড ইউনিয়নের স্বীকৃতি
ঘ. শ্রমিকদের জন্য উন্নত আবাসন
উত্তর: খ. কর্মঘণ্টা হ্রাস
১৪.
বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির তালিকায় বাংলাদেশ টানা দুই বছর ধরে শ্রেণিতে রয়েছে?
ক. বেগুনি
খ. হলুদ
গ. লাল
ঘ. সবুজ
উত্তর: গ. লাল
১৫.
পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন?
ক. ১২৩তম
খ. ১৯৪তম
গ. ২২৪তম
ঘ. ২৬৬তম
উত্তর : ঘ. ২৬৬তম
আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন২ ঘণ্টা আগে১৬.
সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৬০ ফুট গভীরে চীনের প্রস্তাবিত ‘ডিপ সি স্পেস স্টেশন’টি কোথায় নির্মিত হবে?
ক. পীত সাগর (Yellow Sea)
খ. পূর্ব চীন সাগর (East China Sea)
গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)
ঘ. বোহাই সাগর (Bohai Sea)
উত্তর : গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)
১৭.
অমীমাংসিত ভূখণ্ড ‘কালাপানি’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. নেপাল, চীন
খ. নেপাল, ভারত
গ. ভারত, চীন
ঘ. ভারত, পাকিস্তান
উত্তর: খ. নেপাল, ভারত
১৮.
‘পুটুনির দ্বীপ’ কোথায় অবস্থিত?
ক. টেকনাফের দক্ষিণে
খ. সুন্দরবনের দক্ষিণে
গ. পদ্মা নদীর মোহনায়
ঘ. পটুয়াখালী জেলায়
উত্তর: খ. সুন্দরবনের দক্ষিণে
১৯.
প্রতিবছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়—
ক. ১২ এপ্রিল
খ. ২৩ এপ্রিল
গ. ২৫ এপ্রিল
ঘ. ৩০ এপ্রিল
উত্তর: গ. ২৫ এপ্রিল
২০.
‘চেরনোবিল’ শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত?
ক. রাশিয়া
খ. বেলারুশ
গ. সার্বিয়া
ঘ. ইউক্রেন
উত্তর: ঘ. ইউক্রেন