প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানে তালেবান
Published: 17th, February 2025 GMT
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো এক সপ্তাহের কূটনৈতিক সফরে জাপান পৌঁছেছে। তালেবান সরকারের জন্য যা একটি বিরল ঘটনা।
দেশটির পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফরে অংশ নিয়েছেন। জাপানের আসাহি শিমবুন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলটি রোববার জাপানে পৌঁছেছে।
তালেবানের অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরী এ সফরের বিষয়ে বলেছেন, আমরা বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, যাতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ ও বিকশিত আফগানিস্তান গড়ে তোলা যায়। এদিকে ব্রিটিশ বিশেষ বাহিনী আফগানিস্তানে মারাত্মক প্রতিশোধের ঝুঁকিতে থাকা দুই হাজার আফগান কমান্ডোর আশ্রয় আবেদন বাতিল করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাজ্যের গড়ে তোলা আফগান এসব কমান্ডো বাহিনীর সদস্যদের কারোই পুনর্বাসন আবেদন অনুমোদন দেয়নি ব্রিটিশ বিশেষ বাহিনী। আলজাজিরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন আফগ ন
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা