Samakal:
2025-08-02@06:32:04 GMT

লা লিগা জমিয়ে দিল বার্সা

Published: 19th, February 2025 GMT

লা লিগা জমিয়ে দিল বার্সা

প্রায় আট মাসের লম্বা আসর। প্রতিটি দলের ৩৮টি করে ম্যাচ। ম্যারাথনের মতোই এখানে সামনে- পেছনের লুকোচুরি চলে। যেমনটি চলছে বার্সেলোনার সঙ্গে। দু’মাস আগেও পয়েন্ট তালিকার তিন নম্বরের দলটিই এখন কিনা শীর্ষে।

শনিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। টানা চার জয়ে এখন তারা লা লিগায় ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। কেননা হেড টু হেডে তারা হেরেছিল বার্সার কাছে।

আর এই দু’দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তিন নম্বরে। তিন দলের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জমে উঠেছে স্প্যানিশ লিগ লা লিগা। মাঠের এই লড়াইয়ের মতো বাইরেও লা লিগা নিয়ে চলছে জোর চর্চা।

ভিএআর সিদ্ধান্ত নিয়ে একের পর এক দল অভিযোগ করায় ক্ষেপেছেন সে দেশের রেফারিরা। এমনকি লিগ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এদিনও বার্সা-ভায়েকানোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ফাউলের শিকার হন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লিগের ২০তম গোল করেন লেভানডস্কি।

একই ধরনের ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর পাথি সিস। কিন্তু তাদের পেনাল্টি দেননি রেফারি– এমনই অভিযোগ দলটির ইংলিশ কোচ ইনিগো পেরেসের। ‘আজকের রেফারিং নিয়ে ভাবনা আমি নিজের কাছেই রাখতে চাই। হারের যন্ত্রণা তো সব সময়ই থাকে। তবে আজ যা হয়েছে, তাতে শান্ত হতে অনেক সময় লাগবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সায়েমের অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ে শুরু

জয়ের ধারাবাহিকতায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় শেষ টি-টোয়েন্টি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে তারা।

অলরাউন্ড পারফরম‌্যান্সে পাকিস্তানের জয়ের নায়ক সায়েম আইয়ুব। তার ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে পাকিস্তান লাডারহিলে ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেননি। দারুণ ব‌্যাটিংয়ের পর বোলিংয়ে সায়েম ২০ রানে ২ উইকেট নেন। ১৪ রানের জয়ে সিরিজে ১-০ ব‌্যবধানে এগিয়ে পাকিস্তান।

টস হেরে ব‌্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে শাহিবজাদা ফারহানের উইকেট হারায়। ১২ বলে ১৪ রান করে আউট হন ডানহাতি ব‌্যাটসম‌্যান। তিনে নেমে ফখর সায়েমকে সঙ্গ দেন। দুজন ৮১ রানের জুটি গড়েন। এ সময়ে ফখর ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রান করেন। বাকি রান আসে সায়েমের ব‌্যাটে।  এ সময়ে তিনি তুলে নেন ক‌্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। হোল্ডারের বলে এলবিডব্লিউ হলে থেমে যায় তার ইনিংস।

এরপর হাসান নওয়াজের ১৮ বলে ২৪, সালমান আগার ১০ বলে ১১, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ রানে পাকিস্তান লড়াকু পুঁজি পায়। শেষ দিকে ১ বল খেলার সুযোগ পান হারিস। ছক্কায় উড়িয়ে পাকিস্তানের শেষটা ভালো করেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা ছিলেন শামার জোসেফ। ৩০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ‌্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর হঠ‌্যাৎ ছন্দপতন। ৫ রান পেতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওই ধাক্কার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। জনসন চার্লস ও জুয়েল অ‌্যান্ড্রু ৩৫ রানের দুটি ইনিংস খেলেন। শেই হোপ (২),  গুদাকেশ মোটি (০), শেফরন রাদারফোর্ড (১১) ও রস্টন চেজ (৫) দ্রুত আউট হন। শেষ দিকে পরাজয়ের ব‌্যবধান কমান হোল্ডার ও জোসেফ। হোল্ডার ১২ বলে ৪ ছক্কায় ৩০ রান করেন। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন জোসেফ ।

পাকিস্তানের বোলারদের মধ‌্যে সেরা ছিলেন হাসান নওয়াজ। ২৩ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সায়েমের ২ উইকেট বাদে ১টি করে উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ