প্রায় আট মাসের লম্বা আসর। প্রতিটি দলের ৩৮টি করে ম্যাচ। ম্যারাথনের মতোই এখানে সামনে- পেছনের লুকোচুরি চলে। যেমনটি চলছে বার্সেলোনার সঙ্গে। দু’মাস আগেও পয়েন্ট তালিকার তিন নম্বরের দলটিই এখন কিনা শীর্ষে।
শনিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। টানা চার জয়ে এখন তারা লা লিগায় ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। কেননা হেড টু হেডে তারা হেরেছিল বার্সার কাছে।
আর এই দু’দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তিন নম্বরে। তিন দলের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জমে উঠেছে স্প্যানিশ লিগ লা লিগা। মাঠের এই লড়াইয়ের মতো বাইরেও লা লিগা নিয়ে চলছে জোর চর্চা।
ভিএআর সিদ্ধান্ত নিয়ে একের পর এক দল অভিযোগ করায় ক্ষেপেছেন সে দেশের রেফারিরা। এমনকি লিগ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এদিনও বার্সা-ভায়েকানোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ফাউলের শিকার হন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লিগের ২০তম গোল করেন লেভানডস্কি।
একই ধরনের ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর পাথি সিস। কিন্তু তাদের পেনাল্টি দেননি রেফারি– এমনই অভিযোগ দলটির ইংলিশ কোচ ইনিগো পেরেসের। ‘আজকের রেফারিং নিয়ে ভাবনা আমি নিজের কাছেই রাখতে চাই। হারের যন্ত্রণা তো সব সময়ই থাকে। তবে আজ যা হয়েছে, তাতে শান্ত হতে অনেক সময় লাগবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক