প্রায় আট মাসের লম্বা আসর। প্রতিটি দলের ৩৮টি করে ম্যাচ। ম্যারাথনের মতোই এখানে সামনে- পেছনের লুকোচুরি চলে। যেমনটি চলছে বার্সেলোনার সঙ্গে। দু’মাস আগেও পয়েন্ট তালিকার তিন নম্বরের দলটিই এখন কিনা শীর্ষে।
শনিবার রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা। টানা চার জয়ে এখন তারা লা লিগায় ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। কেননা হেড টু হেডে তারা হেরেছিল বার্সার কাছে।
আর এই দু’দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে তিন নম্বরে। তিন দলের এই ইঁদুর-বিড়াল দৌড়ে জমে উঠেছে স্প্যানিশ লিগ লা লিগা। মাঠের এই লড়াইয়ের মতো বাইরেও লা লিগা নিয়ে চলছে জোর চর্চা।
ভিএআর সিদ্ধান্ত নিয়ে একের পর এক দল অভিযোগ করায় ক্ষেপেছেন সে দেশের রেফারিরা। এমনকি লিগ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এদিনও বার্সা-ভায়েকানোর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ ফাউলের শিকার হন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে লিগের ২০তম গোল করেন লেভানডস্কি।
একই ধরনের ফাউলের শিকার হয়েছিলেন ভায়েকানোর পাথি সিস। কিন্তু তাদের পেনাল্টি দেননি রেফারি– এমনই অভিযোগ দলটির ইংলিশ কোচ ইনিগো পেরেসের। ‘আজকের রেফারিং নিয়ে ভাবনা আমি নিজের কাছেই রাখতে চাই। হারের যন্ত্রণা তো সব সময়ই থাকে। তবে আজ যা হয়েছে, তাতে শান্ত হতে অনেক সময় লাগবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫