দেশে ফিরে বাড়িতে ঠাঁই মেলেনি প্রবাসীর
Published: 20th, February 2025 GMT
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নিজের ভিটায় গেলেও বাড়িতে উঠতে পারেননি প্রবাসী মাহবুবুল আলম চৌধুরী। এমন দাবি করে নিজের বোনদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে মাহবুবুল আলম জানান, তাঁর অনুপস্থিতিতে বাড়ি দখল করা হয়েছে। সেখানে অনেক দামি আসবাব ও জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেগুলো বেহাত হওয়ার আশঙ্কায় আছেন তিনি।
বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম জানান, নগরীর পীরমহল্লা প্রভাতী-৩০ নম্বর শিরীন মঞ্জিল তাঁর পৈতৃক বাড়ি। উত্তরাধিকার সূত্রে বাড়ির ৫০ শতক জায়গার মালিক তারা ৯ ভাইবোন। প্রত্যেকে যার যার অংশ দখলে নিয়েছেন। তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বাসবাস করছেন। সেখানে যাওয়ার আগে নিজের অংশে করা বাড়ি ভাড়া দিয়ে যান। গত বছর ভাড়াটিয়াকে তাড়িয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
প্রবাসী মাহবুবুল আলমের অভিযোগ, গত বছর তাঁর দুই বোন তামান্না ও রেহানা চৌধুরীর নির্দেশে তাদের ভাড়াটিয়া শাকিল আহমদ, মোস্তাক আহমদ, রফিকুল ইসলাম রফিকসহ একদল সন্ত্রাসী বাড়ি দখলে নেয়। ২০২৪ সালের ১২ নভেম্বর দেশে ফিরলেও তিনি নিজ বাড়িতে উঠতে পারছেন না।
ওই প্রবাসী জানান, আরও আগেই তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বাড়ি উদ্ধারের আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়। এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে তামান্না চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান সমকালকে জানান, পুলিশের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। ভাইবোন বিদেশ থাকায় সব সময় তাদের পাওয়া যায় না।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস