ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় মানবিকের পরীক্ষার তারিখ নির্ধারণ
Published: 20th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ বিকেলে দেড় ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনমাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা, এসএসসির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ১৮ ফেব্রুয়ারি ২০২৫ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। মানবিক বিভাগের খেলোয়াড় কোটায় আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলাভবন ষষ্ঠ তলার পরীক্ষার হল-১–এ পরীক্ষা নেওয়া হবে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্রুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবে।
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন২০ ঘণ্টা আগেভর্তি প্রার্থীরা গত ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটের -এর মাধ্যমে অনলাইনে আবেদন করেছেন। এবার আবেদন ফি ছিল ১ হাজার ৫০ টাকা।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা–২০২৫ নতুন রুটিন প্রকাশ১৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।