তিন কারণে ৩৩৪ দুর্নীতি মামলার বিচারে বিলম্ব
Published: 22nd, February 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নূপুর মার্কেটের মালিক সাহেদ আজগর চৌধুরীর বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৩ সালে দুর্নীতি মামলা হয়। ওই বছরের ১২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দুদক। কিন্তু মামলাটি বাতিল চেয়ে ২০০৪ সালে হাইকোর্টে রিট দায়ের করেন সাহেদ। ২০২২ সালের ৯ মার্চ রিট খারিজ হয়। ২৪ বছর পর ২০২৪ সালের ১৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত। যদিও এর মধ্যে দুজনই মারা গেছেন। মহিউদ্দিন চৌধুরী মারা যান ২০১৫ সালের ১৫ ডিসেম্বর আর সাহেদ ২০২১ সালের ৮ অক্টোবর। দুই আসামি বিচার শুরুর আগেই মারা যাওয়ায় মামলাটির আইনগতভাবে আর কোনো কার্যকারিতা নেই।
রেলে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুদক। এর মধ্যে তিনটি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি ১০টি চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত বিচারাধীন। এর মধ্যে চারটি মামলা শেষ পর্যায়ে। তিনটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ২০১২ সালের দুদক মামলাগুলো করার পর একযুগ কেটে গেলেও মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। এরই মধ্যে জামিন নিয়ে কারামুক্ত জীবন কাটাচ্ছেন সাবেক জিএম ইউসুফ আলী মৃধা।
চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে তিনটি কারণে দুর্নীতি মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। কারণগুলো হলো বিচারক শূন্যতা, হাইকোর্টের স্থগিতাদেশ, সাক্ষী হাজির না হওয়া। এতে দুর্নীতি করেও শাস্তি পাচ্ছেন না অভিযুক্তরা।
চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সংঘটিত দুর্নীতির বিচার হয় বিভাগীয় স্পেশাল জজ আদালতে। এখানে ৩৩৪টি দুর্নীতি মামলার বিচার চলমান। প্রতি মাসেই যুক্ত হচ্ছে নতুন মামলা। কিন্তু চার্জশিট হওয়ার পর যে পরিমাণ মামলা বিচারের জন্য পাঠানো হচ্ছে, সেই পরিমাণ নিষ্পত্তি হচ্ছে না। এর মূল কারণ স্পর্শকাতর আদালতটিতে প্রায়ই বদলিজনিত কারণে বিচারকশূন্য থাকে। এ ছাড়া সমন পাঠানো হলেও দুদকের অনেক কর্মকর্তা যথাসময়ে আদালতে এসে সাক্ষ্য দিতে হাজির হন না। মূলত এ দুটি কারণেই বছরের পর বছর ঝুলে থাকে দুর্নীতিতে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তিদের বিচার। একযুগ সময় কেটে গেলেও এখনও ৮৮টি দুর্নীতি মামলার বিচার শেষ হয়নি। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে দুর্নীতিতে অভিযুক্ত আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে নির্বিঘ্নে বিচরণ করছেন। অনেক ক্ষেত্রে কৌশলে সাক্ষী, আইনজীবীসহ মামলা–সংশ্লিষ্টদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে প্রভাবিত করার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে সিনিয়র আইনজীবী চৌধুরী আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি মামলার চার্জশিট হওয়ার পর এক থেকে দুই বছরের মধ্যে প্রতিটি মামলার বিচার হওয়া উচিত। তখনই দুর্নীতিবাজরা দুর্নীতি করতে শতবার চিন্তা করবেন। কিন্তু এখন মামলা হওয়ার পর কয়েক বছর কেটে যায়। চার্জশিট হওয়ার পর রায় হতে কখনো অর্ধযুগ, কখনো একযুগ কেটে যায়। অনেকে সাক্ষী, আসামিও বিচার শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে দুর্নীতিবাজরা শাস্তির আওতায় না আসায় দুর্নীতি কমার চেয়ে বরং বাড়ছে।’
দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুর হক মাহমুদ বলেন, ‘দুর্নীতি মামলার চার্জশিট আসার পর অনেক প্রভাবশালী ও অর্থবিত্তের মালিক আসামিরা হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালত রুল ইস্যু করেন। কিন্তু তারপর বছরের পর বছর কেটে গেলেও রুল নিষ্পত্তি না হওয়ায় অনেক মামলার বিচার আমাদের আদালতে শেষ করতে পারছি না। এছাড়া আদালত বিচারকশূন্য হয়ে পড়াও অন্যতম কারণ। এসব কারণে মামলার বিচার দ্রুত নিষ্পত্তিতে স্থবিরতা দেখা দেয়। তাতে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশন, মামলার বাদীসহ সবপক্ষও ভোগান্তির শিকার হচ্ছেন।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ‘বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে বড় সংকট দুর্নীতি। বিচারকশূন্যতার কারণে বিচার বিলম্বিত হচ্ছে। বিচার বিলম্বিত হওয়ায় দুর্নীতিবাজদের শাস্তি না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে যাচ্ছেন। বিচারের মাধ্যমে দুর্নীতিবাজদের শাস্তি দিয়ে তাদের মধ্যে ভয় ধরানো যাচ্ছে না বলেই সমাজে দুর্নীতি বাড়ছে। তাই সরকারের উচিত বিচারক বদলির সঙ্গে সঙ্গে নতুন বিচারক পদায়ন করা।’
চট্টগ্রাম অঞ্চলে দুর্নীতি ঠেকাতে দুর্নীতিবাজদের বিচার করার জন্য রয়েছে মাত্র একটি আদালত। দুর্নীতির মামলার বিচারের জন্য বিশেষ জজ আদালতের গুরুত্ব অপরিসীম। কিন্তু হঠাৎ হঠাৎ আদালতটি বিচারকশূন্য হয়ে পড়ে। ২০১৫ সালে যোগদানের পর একটানা তিন বছর দায়িত্ব পালন করেছেন বিচারক মীর রুহুল আমিন। তারপর ছন্দপতন হতে থাকে। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত বিচারক ছিল না আদালতে। তখন বিচার কার্যক্রম বন্ধই ছিল। শুধুমাত্র ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত বিচারক রুটিন কাজ সেরেছেন। ২০২১ সালের ২০ এপ্রিল যোগ দেন বিচারক মুন্সী আব্দুল মজিদ। তিনি দ্রুত মামলা নিষ্পত্তি করে সুনাম অর্জন করেন। ভয় ধরিয়ে দেন দুর্নীতিবাজদের মনে। ২০২৪ সালের মার্চে তিনি কক্সবাজার জেলা জজ হিসেবে বদলি হলে ফের বিচারকশূন্য হয়ে পড়ে আদালতটি। এরপর এক বছরের মাথায় দুই দফায় বিচারকশূন্য হয়ে যায় এই আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বর্তমানে দুর্নীতির মামলা রয়েছে ৩৩৪টি। বিশেষ জজ আদালতে পাঁচ বছর ও পাঁচ বছরের অধিক বিচারাধীন রয়েছে এমন মামলার সংখ্যা ৮৮টি। এর মধ্যে চাঞ্চল্যকর বিচারাধীন মামলার হচ্ছে, কক্সবাজারের উখিয়ার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজারের আনিসুর রহমান ইয়াহিয়া, চট্টগ্রামের ফটিকছড়ির আবু আহমে, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: হওয় র পর র জন য বছর র
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে