রংপুর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারির ডানে অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা একটি চিত্রকর্ম চোখে পড়ল। চিত্রকর্মে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণহত্যার চিত্র সবই উঠে এসেছে। ঢাকা আর্ট কলেজের সাবেক শিক্ষার্থী রওশন আরার আঁকা চিত্রকর্মটিতে উঠে আসে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগও।

চিত্রশিল্পটির মতো দেশের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রামী মানুষ, গ্রামীণ জীবন, নদী, প্রকৃতি, সুন্দরবনসহ ১০০টি চিত্রকর্মে সাজানো হয়েছে শিল্পকলার আর্ট গ্যালারি। দেশের ৫২ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।

নর্থ ক্যানভাস বাংলাদেশের আয়োজনে ২১ ফেব্রুয়ারি বিকেলে এই চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী। তিন দিনব্যাপী এ প্রদর্শনী আজ রোববার রাত ৯টায় শেষ হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিল।

আজ দুপুরে গিয়ে দেখা যায়, প্রদর্শনী দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসছেন। প্রদর্শনীতে একটি চিত্রকর্ম চোখে পড়ল জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে। একটি সড়কে ইট-সুরকির স্তূপ। এক কিশোর ইট ছুড়ছে পুলিশের দিকে। পুলিশ গাড়ি নিয়ে পলায়নরত।

চিত্রশিল্পী এরাশ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানে বেইলি রোড থেকে সাতরাস্তার দিকে পুলিশদের তাড়িয়ে দেওয়ার সময়কে ধরে চিত্রকর্মটি তিনি এঁকেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদের কাছে পুলিশ তথা রাষ্ট্রীয় বাহিনীর পরাজয় এই চিত্রকল্পে ফুটে উঠেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার, তোষামোদ, লেজুড়বৃত্তি, ব্যাংক লুটপাট, অর্থ কেলেঙ্কারির চিত্র অ্যাক্রিলিক মাধ্যমে এঁকেছেন শেখ মনজুরুল আহসান। আরেকটি চিত্রকর্মে স্বৈরাচারের স্বরূপ কী ভয়ংকর হতে পারে, তা জলরঙের মাধ্যমে এঁকেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাবিব উল্লাহ বাহার।

বিভাগীয় চারুকলা প্রদর্শনী উদ্‌যাপন কমিটির আহসান আহমেদ বলেন, চিত্রকর্মটি শেখ হাসিনার সরকারের সময় দেশে কোথাও প্রদর্শন করতে দেওয়া হয়নি। কামরুল হাসানের আঁকা ‘বিশ্ববেহায়ার’ মতো চিত্রশিল্পটি স্বৈরাচারের প্রতীক।

আয়োজকেরা জানান, রংপুর বিভাগীয় চারুকলা প্রদর্শনী-২০২৫–এ দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫ জন শিল্পীর দুই শতাধিক শিল্পীর শিল্পকর্ম জমা পড়ে। সেখান থেকে বরেণ্য শিল্পী আলাউদ্দিন আহমেদ ৫২ জন শিল্পীর ১০৮টি শিল্পকর্ম নির্বাচন করেন। তবে কয়েকটি না পৌঁছানোয় ১০০টি চিত্রশিল্প দিয়ে প্রদর্শনী করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ ত রকর ম

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ