এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। গতবারের চেয়ে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩টি বেড়েছে। গতবার শূন্য পাস করা প্রতিষ্ঠান ছিল ৫১টি।

আজ বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

এবার সারা দেশে ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গতবার ছিল ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এবার ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা গতবার ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

আরও পড়ুনএসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.

৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫৪ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য় র ফল ফল ও সমম ন গতব র

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপুরে ফলাফলে এগিয়ে রায়পুর, পিছিয়ে রামগতি

এবারের এসএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে ভালো ফলাফল হয়েছে রায়পুর উপজেলার। জেলার পাসের হার ৬৬ দশমিক ১৫ হলেও রায়পুরে পাসের হার ৭৮ দশমিক ৩৩। তবে পাসের হার সবচেয়ে কম রামগতি উপজেলায়। এই উপজেলায় ৫২ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে জেলার পাঁচটি উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন শিক্ষার্থী।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তথ্য অনুযায়ী, সব চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল লক্ষ্মীপুর সদর উপজেলায়, ৬ হাজার ৮৫৫ জন। এখানে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪৩১ জন। পাসের হার ৬৩ দশমিক ১৮। রামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৯৭২ জন। পাস করেছে ২ হাজার ১২২ জন। রায়পুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৪৯৭ জন। পাস করেছে ১ হাজার ৯৫৬ জন। রামগতিতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৩ জন। পাস করেছে ১ হাজার ১৯১ জন এবং কমলনগর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। পাস করেছে ৭৫৫ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ফলাফল বিপর্যয় বেশি ঘটেছে। তা ছাড়া এবার রামগতি উপজেলায় পাসের হার কম।’

সম্পর্কিত নিবন্ধ

  • গণিত ও ইংরেজি প্রভাব ফেলেছে ফলাফলে
  • মানবিকে কম মেধাবীরা ভর্তি হওয়ায় ফল খারাপ হয়েছে: কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক
  • কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি 
  • এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও অপ্রত্যাশিত ফল, ৫ শিক্ষার্থীর লাশ উদ্ধার
  • কুমিল্লা ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে
  • সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাস
  • মাধ্যমিকের স্বাভাবিক ফল, অস্বাভাবিক ফেল
  • লক্ষ্মীপুরে ফলাফলে এগিয়ে রায়পুর, পিছিয়ে রামগতি
  • শতভাগ পাস ৯৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে, ফেল ১৩৪